10 Kartrik 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / দলের হাই কমান্ড সর্বক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন করবে- মাসুদুজ্জামান

দলের হাই কমান্ড সর্বক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন করবে- মাসুদুজ্জামান

নিউজ ব্যাংক ২৪. নেট : পরিচ্ছন্ন শহর ও নিরাপদ নগর ভাবনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৮ অক্টোবর বিকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর বার একাডেমি স্কুল মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম সরদার।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, অন্তর পরিষ্কার না থাকলে, নিজের ঘর ও সমাজ পরিষ্কার করা সম্ভব নয়। পরিষ্কার শুধু ময়লা আবর্জনা সাফ করলে হবে না, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতার মত দূর্নীতি স্ব মূলে পরিষ্কার করতে হবে। আমি আহবান জানাই সকলকে আর সময় নাই, আসুন সবাই মিলে সুন্দর নতুন নারায়ণগঞ্জসহ বাংলাদেশ গঠনে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি। আপনারা জানেন কি রয়েছে এই ৩১ দফায়।
তারেক রহমান আমাদের শিখিয়েছে ‘সবার আগে বাংলাদেশ’। এই দেশের সকল জনগণকে নিয়ে বাংলাদেশের উন্নয়নে কাজ করার স্বপ্ন দেখেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান তিস্তা নদীর পানি বন্টন নিয়ে চিন্তা করেন। তাই তিনি এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ করছেন।

মাসুদুজ্জামান মাসুদ আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। একটি আসনে অনেক প্রার্থী থাকবে, নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশা করবে এটা স্বাভাবিক ব্যাপার। দলের হাই কমান্ড সর্বক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন করবে। আর দল যাকেই মনোনয়ন দিবে আমরা তার জন্য শুধু নয় বিএনপির জন্য সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাই। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। আর সকলে ঐক্যবদ্ধ থাকলে আমাদের নারায়গঞ্জে আগামীতে উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী নয়, পূর্ণমন্ত্রী চাই। আর আমাদের কাজ নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপিকে জয় লাভে সকলে মিলেমিশে কাজ করা। নারায়ণগঞ্জ যাতে পিছিয়ে না পড়ে সেই দিকে নজর দেই।

তিনি আরও বলেন, এই শহর একটি সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। সকল ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করি। কি নেই এই শহরে, শুধু ঐক্যের প্রয়োজন
আমরা বিএনপির রাজনীতিবীদরা কাঁদা ছুঁড়া ছুঁড়ি না করে মানুষের ঘরে ঘরে যাই, বিএনপির জন্য ধানের শীষে ভোট চাই। অপরদিকে অন্যান্য রাজনৈতিক দলের লোকজন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছে। তাই আমাদেরও উচিত এখন থেকেই মানুষের ঘরে ঘরে গিয়ে বিএনপির জন্য ভোট চাওয়া।

প্রবীণ বিএনপি নেতা সামাল সরদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুর সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ সভাপতি গোলাম মোস্তফা সাগর, নাসিক ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শতকত হাসেম শকু, মহানগর যুব দলের আহবায়ক মো. মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদসহ ১২ ও ১৩নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা।

আরও পড়ুন...

জনতার দাবি মেনে নিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন দিন- মুফতি মাসুম বিল্লাহ 

নিউজ ব্যাংক ২৪. নেট : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, এ …