14 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / দেওভোগে মসজিদে ডাকাতি ! খাদেম রক্তাক্ত আহত

দেওভোগে মসজিদে ডাকাতি ! খাদেম রক্তাক্ত আহত

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দেওভোগ নাগবাড়ি মোড়ে বাইতুল নূর জামে মসজিদে ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার ২৭ আগস্ট দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় মসজিদের খাদেম হাফেজ মোহাম্মদ শামীম গুরুতর রক্তাক্ত আহত হয়।
ঘটনার প্রসঙ্গে উক্ত মসজিদের মোয়াজ্জেম মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের জানায়, গতকাল রাতে একদল সন্ত্রাসী বাহিনী ডাকাতি করার উদ্দেশ্যে মসজিদ প্রাঙ্গণে আসে। ডাকাত সদস্যরা মৃত ব্যক্তির জন্য খাট লাগবে বলে মসজিদে প্রবেশ করে। এরপর ডাকাতরা মসজিদের খাদেমকে দেশীয় অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত আহত করে। তারপর স্টিলের আলমারির তালা ভেঙে মসজিদের স্টাফদের বেতনের টাকা, দান বাক্সের টাকা, ব্যাংকের চেক বই লুট করে নিয়ে যায়। এসময় তারা মসজিদের অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে চলে যায়। পরে স্থানীয় এক দোকান মালিক আহত খাদেমের আত্মচিৎকার শুনে তাকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়ান হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন...

না’গঞ্জকে একটি স্বাস্থ্যসম্মত ও মানবিক শহরে রূপান্তর করা হবে- ডিসি জাহিদুল

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” …