20 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / “দেশপ্রেম ঈমানের অঙ্গ এটা আমাদের দেখতে হবে কর্মের মাধ্যমে”- আবু মমতাজ সাদ

“দেশপ্রেম ঈমানের অঙ্গ এটা আমাদের দেখতে হবে কর্মের মাধ্যমে”- আবু মমতাজ সাদ

নিউজ ব্যাংক ২৪. নেট : দেশের ১৬ কোটি মানুষের ট্যাক্সের টাকা আমার বেতন হয়। আমি আপনাদের খাদেম। আপনাদেরকে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে। এই দেশটা আমার এবং দেশ প্রেম হলো  ঈমানের অঙ্গ। “দেশপ্রেম ঈমানের অঙ্গ এটা আমাদের দেখতে হবে কর্মের মাধ্যমে” প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিআরটিএ এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন নারায়ণগঞ্জের উদ্যোগে “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচীর আওতায় “গ্রিন আমব্রেলা” উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে পেশাদার গাড়িচালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ পরবর্তী ইউনিফর্ম এবং পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।
 
বিআরটিএ এর চেয়ারম্যান বক্তব্যে আরও বলেন, 
আমাদের গাড়ি চলছে এক লাখ বিশ হাজার। সেটা তো আপনারা আমি সবাই জানি। এই গাড়ি রাখার জায়গা নাই। দু সপ্তাহ আগে অনুষ্ঠান করেছিলাম। সেখানে আমাদের হেমায়েত ছিলেন। আমাদেরকে বলছে আমাদের এখানে আরো বাস বাড়ানো দরকার। এই জায়গায় যখন পৌরসভা ছিল তখন মানুষের এত চাহিদার মুখেও আমি ৫০০ এর বেশি ইজি বাইকের অনুমতি দেইনি। তাই এখন চলছে মাত্র সাড়ে আটশ। যদি আরো বাড়াতে হয় তাহলে কিছুদিন পর আমি আপনি গাড়ি ঘোড়া গরু সব একসাথে চলব।  অনেক গাড়ির মালিক আছে যাদের একটা মাত্র গাড়ি। যে গাড়ি দিয়ে তার সংসার চলে। তারাও তো সমাজের একটি অংশ। আমরা দু তিনটা জিনিস চিন্তা করেছি। নাম্বার ওয়ান হয়তোবা ভালো লাগবে। নাম্বার ওয়ান হল আমরা বাইরে থেকে গাড়িগুলোকে আমরা আমদানি করার জন্য আমি চেষ্টা করছি। আমরা বর্তমান যে আইনটা আছে ২০১৮ সালের সেটা একটু মডিফিকেশন করে একটা খসড়া দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করেছি।
তিনি আরও বলেন,  ইন্টারন্যাশনাল ড্রাইভার ও ড্রাইভিং কোয়ালিটি আছে তারাও এখানে ড্রাইভিং লাইসেন্স করবে। ৬০ ঘন্টা ট্রেনিং করতে হবে এক্সটেনসিভ ট্রেনিং এবং এই পাঁচ ঘন্টা যে ড্রাইভার সাহেবরা ওখানে অংশগ্রহণ করবেন এই সব ঘন্টার জন্য ১৮ হাজার টাকা করে এক একজনকে দেব। বিআরটিএ পরীক্ষা গ্রহণ করবে এবং লাইসেন্স ইস্যু করবে।
বিআরটিএ এর চেয়ারম্যান বক্তব্যে আরও বলেন, আমাদের গাড়ি চলছে এক লাখ বিশ হাজার। সেটা তো আপনারা আমি সবাই জানি। এই গাড়ি রাখার জায়গা নাই। দু সপ্তাহ আগে অনুষ্ঠান করেছিলাম। সেখানে আমাদের হেমায়েত ছিলেন। আমাদেরকে বলছে আমাদের এখানে আরো বাস বাড়ানো দরকার। এই জায়গায় যখন পৌরসভা ছিল তখন মানুষের এত চাহিদার মুখেও আমি ৫০০ এর বেশি ইজি বাইকের অনুমতি দেইনি। তাই এখন চলছে মাত্র সাড়ে আটশ। যদি আরো বাড়াতে হয় তাহলে কিছুদিন পর আমি আপনি গাড়ি ঘোড়া গরু সব একসাথে চলব।  অনেক গাড়ির মালিক আছে যাদের একটা মাত্র গাড়ি। যে গাড়ি দিয়ে তার সংসার চলে। তারাও তো সমাজের একটি অংশ। আমরা দু তিনটা জিনিস চিন্তা করেছি। নাম্বার ওয়ান হয়তোবা ভালো লাগবে। নাম্বার ওয়ান হল আমরা বাইরে থেকে গাড়িগুলোকে আমরা আমদানি করার জন্য আমি চেষ্টা করছি। আমরা বর্তমান যে আইনটা আছে ২০১৮ সালের সেটা একটু মডিফিকেশন করে একটা খসড়া দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করেছি।
আপনাদের ডাইনামিক জেলা প্রশাসক (মোহাম্মদ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা) তাঁর এধরনের ব্যতিক্রমী উদ্যোগ এর মাধ্যমে সড়ক ব্যবস্থাপনায় বিপ্লবের সূচনা করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিরাপদ সড়ক নিশ্চিতে সকলকে নাগরিকের দায়বদ্ধতা থেকে ভূমিকা রাখার আহবান জানাচ্ছি। আমাদের আর কিছু জানার দরকার নাই। সম্মানিত মুরুব্বি বলেছেন ধারন ক্ষমতা অনুযায়ী রাস্তায় গাড়ি চলার অনুমতি দিতে হবে। আদারওয়াইজ আমি কেন আমার মত দশটা বিআরটিএর লোক আসলেও এই সমস্যা সমাধান করতে পারবেনা। আমি বিশ্বাস করি সকলে মিলে যেই গাড়ির অপারেশন করি সেখানেও কিন্তু আমি মালিক নেতাদের অংশগ্রহণ রাখি। জেলা মিটিং গুলো করি সেই মিটিং ও কিন্তু আমাদের মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থাকে। আমি চাই মানুষ স্বচ্ছভাবে দেখুক হোয়াট ইজ গোয়িং অন।
 
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপ সচিব হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান, বিকেএমইএ সভাপতি মোঃ হাতেম, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সোহেল মোর্শেদ সারোয়ার, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা জামায়াতের সাবেক আমীর মাইনুদ্দিন আহমাদ, মহানগরের আমীর আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

আলোচনা সভা শেষে চালক ও হেলপারদের মাঝে পরিচয়পত্র ও পোশাক বিতরণ করেন সম্মানিত অতিথিবৃন্দ।

আরও পড়ুন...

না’গঞ্জে রুট পারমিট ও ফিটনেসবিহীন বাস ডাম্পিংয়ে দেওয়া হবে- ডিসি জাহিদুল ইসলাম

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে রুট পারমিট ও ফিটনেসবিহীন বাস ডাম্পিংয়ে দেওয়া হবে বলে …