26 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দুদিনের কর্মসূচি দিল বিএনপি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দুদিনের কর্মসূচি দিল বিএনপি

নিউজ ব্যাংক ২৪. নেট :  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দুদিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৬ জানুয়ারি (শুক্রবার) সারা দেশের জেলা সদর এবং পরদিন ২৭ জানুয়ারি (শনিবার) সব মহানগরে এ কর্মসূচি পালন করবে দলটি।

রবিবার ২১ জানুয়ারী রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আওয়ামী লীগের মুখে এক, অন্তরে অন্যকিছু। এখনো প্রতিদিন বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বিদেশিদের অভিনন্দনের নামে সরকার অপপ্রচার চালাচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, গত ৭ জানুয়ারির ভোট শুধু দেশের জনগণ নয়, সব গণতান্ত্রিক বিশ্বেও প্রত্যাখ্যাত হয়েছে।

আরও পড়ুন...

রাজনৈতিক নেতৃবৃন্দে সম্মানে গণ অধিকার পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল 

নিউজ ব্যাংক ২৪. নেট :  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই শহীদদের রূহের মাগফেরাত ও অসুস্থদের …