27 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / নরসিংদীতে প্রতিবন্ধী যুবককে অপহরণ ও মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

নরসিংদীতে প্রতিবন্ধী যুবককে অপহরণ ও মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

নিউজ ব্যাংক ২৪. নেট : নরসিংদীর রায়পুরায় এক শারীরিক প্রতিবন্ধী যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে তিনজনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন ভুক্তভোগীর পরিবার। বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারী দুপুরে নরসিংদীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) আফসান আল আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।

অপহৃত ভুক্তভোগী প্রতিবন্ধীর নাম কাজী শাহিন (১৭)। সে রায়পুরা উপজেলার বটিয়ারা গ্রামের আমির হোসেনের ছেলে এবং গ্রেপ্তার কিশোররা হলেন, একই ইউনিয়নের বটিয়ারা গ্রামের আবির ওরফে আপন (১৭) ও জিরাহি গ্রামের আরিয়ান হাসান নিলয় (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর শাহীনকে অপহরণ করে। পরে রাত সাড়ে ৯টার দিকে অপহরণকারীরা শাহীনের চাচাত ভাই রফিক মিয়ার মোবাইল ফোনে অপহরণের ছবি পাঠায় ও হত্যার ভয় দেখিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তাৎক্ষণিক অপহৃত শাহীনের বাবা প্রথমে ২০ হাজার টাকা ও পরে ৬০ হাজার টাকা দিতে রাজি হন। পরে ভুক্তভোগী পরিবারটি রায়পুরা থানা-পুলিশকে অবগত করলে পুলিশ অভিযান চালিয়ে শাহীনকে উদ্ধারসহ জড়িত দুজনকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান বলেন, খবর পেয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় তিনিসহ পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব ও উপ-পরিদর্শক (এসআই) নিতাইসহ পুলিশের একটি দল রাতেই এ অভিযান চালায়।

আরও পড়ুন...

আওয়ামীলীগ সরকার আমলে আমি বৈষম্যের স্বীকার হয়েছি, যা এখন অব্যাহত রয়েছে- সেলিম প্রধান

নিউজ ব্যাংক ২৪. নেট : রূপগঞ্জের মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বাহিনী কর্তৃক জেবি গ্রুপের চেয়ারম্যান …