16 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / নাঃগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিবকে ঢাকায় ছুরিকাঘাতের ঘটনায় সিদ্ধিরগঞ্জে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন

নাঃগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিবকে ঢাকায় ছুরিকাঘাতের ঘটনায় সিদ্ধিরগঞ্জে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন

 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে (৫৪) রাজধানীর পল্টনে ছুরিকাঘাতের ঘটনায় মানববন্ধন করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গত মঙ্গলবার ২৬ এপ্রিল বিকাল ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ইউটার্ণ এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমটির ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সোমবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে পল্টনে কস্তুরী হোটেলের সামনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে ছুরিকাঘাত করা হয়। তার ব্যক্তিগত সহকারী দিদার মহসিন জানান, পল্টন এলাকায় নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটির বিশেষ সভা ছিলো। মামুন মাহমুদ ঐ সভা শেষ করে অফিস থেকে বেরিয়ে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন তার গতিরোধ করেন। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে মামুন গুরুতর আহত হন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমটির সদস্য
সচিব শাহ আলম হীরার সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলেন উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক বাবুল প্রধান, যুগ্ম-আহবায়ক টি এইচ তোফা, মোল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেন, গাজী মনির, জাহাঙ্গীর হোসেন, সামছুদ্দিন শেখ, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগদান করে এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা রাসেল, ইব্রাহীম, শাহজালাল কালু, ওসমান গণি, আক্তারুজ্জামান ও রুবেল প্রমুখ।

 

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ-৫ আসনে মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ- বন্দর ২৬ নং ওয়ার্ডে ভোটারদের সাড়া

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা …