27 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / নাঃগঞ্জ মহানগর মৎস্যজীবী লীগ এর উদ্যোগে কেন্দ্রীয় সাঃসম্পাদক আজগর নস্কর’র ৬০তম জন্মদিন পালন

নাঃগঞ্জ মহানগর মৎস্যজীবী লীগ এর উদ্যোগে কেন্দ্রীয় সাঃসম্পাদক আজগর নস্কর’র ৬০তম জন্মদিন পালন

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা লায়ন শেখ আজগর নস্কর’র ৬০তম জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ এর পক্ষ থেকে মিলাদ, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১লা মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জ ২নং রেলগেটস্থ আওয়ামীলীগ জেলা ও মহানগরের প্রধান কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে এ মিলাদ, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক  মোঃ নূর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জানে আলম সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে জানে আলম সেলিম  বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে অনূপ্রাণিত হয়ে শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী আওয়ামীলীগের রাজনীতি করি। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর আমার রাজনৈতিক অন্যতম শিক্ষাগুরু। তিনি সব সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দশনায় নেতা কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগের রাজনীতি করেন। আমরা মৎস্যজীবী লীগের নেতা-কর্মীরা আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে সকল আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করে থাকি। বিগত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক নৌকার পক্ষে কাজ করেছি। তাছাড়া আমরা মৎস্যজীবী লীগ নেতা- কর্মীরা নারায়ণগঞ্জ  জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে সুসম্পর্ক বজায় রেখে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ জনি খান এর সঞ্চালনায় মিলাদ, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক মোঃ আসিফ ইকবাল সুজা, সদস্য উৎপল প্রমুখ।

আরও পড়ুন...

যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের মদদে ইসরাইল যুগের পর যুগ ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে- খেলাফত মজলিস

নিউজ ব্যাংক ২৪. নেট : খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ বলেছেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড় …