15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আইন আদালত / না’গঞ্জের বন্দরে মোবাইল কোর্ট পরিচালনায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

না’গঞ্জের বন্দরে মোবাইল কোর্ট পরিচালনায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
বুধবার ২০ আগস্ট দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলার বন্দর উপজেলাধীন মদনপুর কেওডালা আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিজা খাতুন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মো. জাহিন আমীন খান, প্রকৌশলী শাহ্ আলম রনিসহ অন্যান্য কর্মকর্তা এবং বন্দর থানা পুলিশ।

অভিযানে মদনপুর বাস স্ট্যান্ড এলাকায় অপসারণকৃত পাইপলাইনের আনুমানিক দৈর্ঘ্য ২০ ফুট এবং ০.৩ কিলোমিটার এলাকা থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে তিনটি রেস্টুরেন্ট, ২২টি বার্ণার এবং একটি বুস্টার অন্তর্ভুক্ত ছিল। উক্ত এলাকায় সর্বমোট বিচ্ছিন্নকৃত লোড ৯৩০ ঘনফুট/ঘণ্টা এবং জরিমানা ধার্য করা হয়েছে ১,৬০,০০০ টাকা।

কেওঢালা এলাকায় অভিযানকালে ৮০০ ফুট পাইপলাইন এবং ২ কিলোমিটার এলাকা থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এখানে প্রায় ৫০০টি ডাবল বার্ণার এবং ১০,৫০০ ঘনফুট/ঘণ্টা লোড বিচ্ছিন্ন করা হয়েছে। প্রতিটি বিতরণ লাইন/সার্ভিস লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ও ক্যাপিং করা হয়েছে।

তিতাস কর্তৃপক্ষ জানান, নিয়মিত এ ধরনের অভিযান অবৈধ সংযোগ প্রতিরোধ ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য নিয়মিতভাবে চালানো হবে।

আরও পড়ুন...

না’গঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যালের প্রার্থীরা পূর্ণ প্যানেলে জয়লাভের আশাবাদী

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী …