নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন ভোজ্য তেলের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানাটির অধিকাংশ মেশিনপত্র ও বিপুল পরিমাণ কাঁচামাল পুঁড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার অধিকাংশ মেশিনপত্র ও বিপুল পরিমাণ কাঁচামাল পুঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানান প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা।
বুধবার ২৪ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২ টায় রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালী এলাকায় গ্লোব এডিবল অয়েল লিমিটেড কারখানার এ ভয়াবহ অগ্নিকান্ডের মত দূর্ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের বিষয়ে গ্লোব এডিবল অয়েল লিমিটেড এর প্রশাসনিক কর্মকর্তা (এডমিন, প্রশাসন) বিগ্রেডিয়ার (অব:) আশরাফ বলেন, সয়াবিন তেল প্রক্রিয়াজাত করণের সিট ক্রাশিং সেকশনে আগুন লাগে। আগুনে অধিকাংশ মেশিনারিজ, বিপুল পরিমাণ কাঁচামাল, আসবাবপত্র, বিভিন্ন প্রকার সামগ্রী ও মালামাল পুঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব না। যাচাই বাচাই করে নির্ণয় করা হবে।