18 Ashin 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / দূর্ঘটনা / না’গঞ্জের রূপগঞ্জে ভোজ্য তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড , নিয়ন্ত্রণে ৫ ইউনিট

না’গঞ্জের রূপগঞ্জে ভোজ্য তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড , নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিউজ ব্যাংক ২৪. নেট :  নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন ভোজ্য তেলের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানাটির অধিকাংশ মেশিনপত্র ও বিপুল পরিমাণ কাঁচামাল পুঁড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার অধিকাংশ মেশিনপত্র ও বিপুল পরিমাণ কাঁচামাল পুঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানান প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা।

বুধবার ২৪ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২ টায় রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালী এলাকায় গ্লোব এডিবল অয়েল লিমিটেড কারখানার এ ভয়াবহ অগ্নিকান্ডের মত দূর্ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের বিষয়ে গ্লোব এডিবল অয়েল লিমিটেড এর প্রশাসনিক কর্মকর্তা (এডমিন, প্রশাসন) বিগ্রেডিয়ার (অব:) আশরাফ বলেন, সয়াবিন তেল প্রক্রিয়াজাত করণের সিট ক্রাশিং সেকশনে আগুন লাগে। আগুনে অধিকাংশ মেশিনারিজ, বিপুল পরিমাণ কাঁচামাল, আসবাবপত্র, বিভিন্ন প্রকার সামগ্রী ও মালামাল পুঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব না। যাচাই বাচাই করে নির্ণয় করা হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ওসমান গনি বলেন, ‘আগুনের খবর পাওয়ার সাথে সাথে আমাদের কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁ স্টেশনের পাঁচটি ইউনিট দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এক ঘণ্টা চেষ্টায় দুপুর এক টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে তদন্ত করা হবে।’

আরও পড়ুন...

না’গঞ্জে ঝুটের গোডাউনে আগুন 

নিউজ ব্যাংক ২৪. নেট  : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে …