বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা শহরের জনগণের জন্য সরকারি স্বাস্থ্যসেবার অন্যতম প্রতিষ্ঠান খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু পরিক্ষা করার জন্য কিট সরবরাহ করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে কিট সরবরাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার ১২ জুলাই সকাল ১১টায় খানপুর হাসপাতাল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ডেঙ্গুর বিস্তার রোধ করতে হলে বাড়ির আশেপাশে জমে থাকা পানি সরিয়ে ফেলতে হবে, মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার করতে হবে এবং শরীর ঢেকে রাখে এমন পোশাক পরতে হবে। এছাড়াও, ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। সাধারণভাবে সরকারি হাসপাতালে দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষই চিকিৎসা নিতে আসেন। এর প্রধান কারণ হল, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা খরচ তুলনামূলকভাবে কম বা বিনামূল্যে হয়ে থাকে, যা দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি বড় সুবিধা। এছাড়াও, অনেক সরকারি হাসপাতালে বিনামূল্যে ঔষধ ও অন্যান্য স্বাস্থ্যসেবাও প্রদান করা হয়। তাই জেলা প্রশাসক মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন, খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবুল বাশার, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, প্রধান সহকারী রেজাউল হোসেন, সহকারী মৌমিতা মল্লিক সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বক্তব্য শেষে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন। ডেঙ্গু জ্বরের চিকিৎসারত রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং হাসপাতাল চত্বরে নারিকেল গাছের চারা রোপণ করেন। বৃক্ষ রোপন অব্যাহত থাকবে বলে তিনি জানান।