26 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / না’গঞ্জে ট্রাফিক পুলিশের মাঝে ছাতা, স্যালাইন, মাক্সসহ বিভিন্ন উপকরণ বিতরণ

না’গঞ্জে ট্রাফিক পুলিশের মাঝে ছাতা, স্যালাইন, মাক্সসহ বিভিন্ন উপকরণ বিতরণ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পাশে দাঁড়িয়েছে অরাজনৈতিক সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান খন্দকার ফাউন্ডেশন। অতিরিক্ত গরম থেকে বাঁচতে ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ছাতা, স্যালাইন, বিশুদ্ধ পানি ও মাস্কের ব্যবস্থা করেছে সংগঠনটি। গতকাল দুপুরে চাষাঢ়া পুলিশ বক্সে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এডমিন টি আই করিমের হাতে এসব সামগ্রী তুলে দেন খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম, পরিচালক খন্দকার আফিয়াত ইসলাম ও মো. কবিরুল ইসলাম।

এসময় টি আই মাহবুব, টি আই শাহাদাত, টি আই হারুন অর রশীদ সহ ট্রাফিক পুলিশের সার্জেন্ট ও কনষ্টেবলরা উপস্থিত ছিলেন।

ট্রাফিক পুলিশের উদ্দেশ্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বলেন, ট্রাফিক পুলিশ সদস্যরা এই শহরকে যানজট মুক্ত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। প্রখর রোদে তাদের ত্রাহি অবস্থা। চাষাঢ়া মোড়, পঞ্চবটি, শহরের ২নং রেল গেইট কিংবা কালিরবাজার মোড় দিয়ে যাওয়ার সময় দেখি এই রোদে ঘর্মাক্ত অবস্থায় তারা কিভাবে নিজেদের দায়িত্ব পালন করছে। ট্রাফিক পুলিশ সদস্যদের একটু স্বস্তির জন্য আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাতা, স্যালাইন, বিশুদ্ধ বোতলজাত পানি ও মাস্কের ব্যবস্থা করেছি। আগামি দিনেও আমরা তাদের পাশে থাকবো।

টি আই এডমিন করিম জানান, খন্দকার ফাউন্ডেশন কে ধন্যবাদ আমাদের জন্য ছাতার ব্যবস্থা করায়।

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …