15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / না’গঞ্জে পাগলা রেল স্টেশনের সামনে বাসদের মানববন্ধন

না’গঞ্জে পাগলা রেল স্টেশনের সামনে বাসদের মানববন্ধন

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ-ঢাকা রুটে দীর্ঘ দিন যাবৎ বন্ধ রেল সার্ভিস অবিলম্বে চালুর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কুতুবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার ১৭ জুলাই বিকাল ৫ টায় পাগলা রেল স্টেশনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাসদ কুতুবপুর ইউনিয়নের আহ্বায়ক এস এম কাদিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, কুতুবপুর নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ফনীন্দ্র চন্দ্র বাড়ৈ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেন, এলাকাবাসী মোর্শেদ রহমান পলাশ, আয়েশা আক্তার।

নেতৃবৃন্দ বলেন, গত বছরের ৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ-ঢাকা রুটের রেল বন্ধ করা হয়। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে পৃথক রেললাইন নির্মাণ ও নারায়ণগঞ্জ ঢাকা রুটের রেলপথ উন্নয়নের কথা বলে রেল চলাচল বন্ধ করা হয়েছিল। কথা ছিল তিন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হলে রেল চালু হবে। কিন্তু সাত মাস পার হয়ে গেলেও এখনও রেল চালু হয় প্রতিদিন এই রুটে ১৬ টি ট্রেনে ২০ থেকে ২২ হাজার যাত্রী যাতায়াত করে। এরা মূলত ছাত্র, শ্রমিক ও নিন্ম আয়ের মানুষ। ট্রেন বন্ধ থাকায় এখন প্রত্যেক যাত্রীর মাসে কমপক্ষে ২০০০ টাকা বেশি দিয়ে যাতায়াত করতে হচ্ছে। বর্তমান এই উচ্চ নিত্যপণ্যের দামের সময়ে এই বাড়তি টাকা দিতে মানুষ হিমশিম খাচ্ছে। সরকারও এসময়ে কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। রেল কর্তৃপক্ষ কয়েকবার নোটিশ দিয়েও এখনও ট্রেন চালু করতে পারেনি। শোনা যাচ্ছে একটি পক্ষকে লাভবান করতে ট্রেন বন্ধের সময় বাড়ানো হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ ঢাকা রুটে রেলের সেবা বৃদ্ধি, বগী ও রেলসংখ্যা বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে বাসদসহ জেলার নাগরিক সমাজ আন্দোলন করছে। কিন্তু সে বিষয়ে রেল কর্তৃপক্ষের কোন কার্যকর উদ্যোগ নেই। বরং আমরা দেখতে পাই ১ নং রেলগেইট এলাকায় রেলের সম্পদ অদৃশ্য কারণে কায়েমি স্বার্থে লোকজনের হাতে মার্কেট করার জন্য তুলে দিচ্ছে। নারায়ণগঞ্জের সচেতন নাগরিকদের দাবি ছিল রেলের এ জায়গা জনস্বার্থে ব্যবহার করা হোক। নেতৃবৃন্দ অবিলম্বে নারায়ণগঞ্জ ঢাকা রুটে রেল সার্ভিস চালুর দাবিতে আগামী ১৪ জুলাই ফতুল্লা রেল স্টেশনে ও ১৭ জুলাই পাগলা রেল স্টেশনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেন।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ-৫ আসনে মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ- বন্দর ২৬ নং ওয়ার্ডে ভোটারদের সাড়া

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা …