18 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / না’গঞ্জে বিএনপির পদযাত্রায় দুই গ্রুপের সংঘর্ষ আহত-৪

না’গঞ্জে বিএনপির পদযাত্রায় দুই গ্রুপের সংঘর্ষ আহত-৪

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ  জেলা ও মহানগর যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে ৪ নেতা জন নেতা-কর্মী গুরুত্বর রক্ক্ত জখম হয়েছে।

মঙ্গলবার ২৩ মে বিকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচীতে এ ঘটনা ঘটে। এ সময় জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়াকে মারাত্মক ভাবে আহত করা হয়েছে। এ ছাড়া আরো অন্তত তিনজন গুরুত্বর জখম হয়েছে।

দলের একাধিক নেতাকর্মীরা জানান, বিএনপির পদযাত্রা কর্মসূচী বিকেলে খানপুর হাসপাতাল সড়ক এলাকা থেকে শুরু হবার কথা ছিল। সেখানে দলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করলে বিএনপি নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও আড়াইহাজার বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় উত্তেজনা ও হাতাহাতি হয়। এর মধ্যে এদের দুজন উপস্থিত ছিলেন সেখানে।

এর মধ্যে আজাদ পন্থী ও সুমনপন্থীদের মধ্যে বিভিন্ন নেতাকর্মীদের দেখা যায় দেশীয় অস্ত্র হাতে সেখানে অবস্থান নিতে।
পরে পদযাত্রা শুরু হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা রূপ নেয় সংঘর্ষে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া গুরুত্বর রক্তাক্ত জখম হলে তাকে উদ্ধার করে নেতাকর্মীরা হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে পদযাত্রা কর্মসূচীর সঞ্চালক মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, মূলত দাঁড়ানো নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের শুরু। দুই গ্রুপের ৪ জন আহত হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এই সমস্যা যেন সামনে না বাড়ে সেজন্য দলের মধ্যে বসে সিদ্ধান্ত নিয়ে একটা ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে মিলাদ, দোয়া ও খিচুড়ি বিতরণ

নিউজ ব্যাংক ২৪. নেট : মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় …