26 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / দূর্ঘটনা / না’গঞ্জে বিসিকে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড

না’গঞ্জে বিসিকে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটী এলাকায় বিসিকের গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১২ মে) বেলা ১১টার পর ফতুল্লার পঞ্চবটী শাসনগাঁও বিসিক মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডের পর সেখানকার গ্যাস তাৎক্ষণিকভাবে বন্ধ রাখা হয়। ধারণা করা হচ্ছে, সেখানে সড়কের কাজ চলমান থাকায় কোনো কারণে পাইপ লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, আগুন আমরা নিয়ন্ত্রণে এনেছি। কোনো হতাহত নেই তবে ৩-৪টি দোকান এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে ঝুটের গোডাউনে আগুন 

নিউজ ব্যাংক ২৪. নেট  : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে …