15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / না’গঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

না’গঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের সদর থানা এলাকা হতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী “মোঃ শাহা আলম (৩৯)” র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার।

র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন ১নং রেল গেইট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ শাহা আলম (৩৯) পিতা-মৃত হারুন অর রশিদ, মাতা- আনোয়ারা বেগম, সাং-খানপুর মেইন রোড ডন চেম্বার, থানা-সদর, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এর আগে রাজবাড়ী যুগ্ম জজ ২য় আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্র আইন, ১৯৯০ এর ১৯(১) সারণি ৩(ক) ধারা মোতাবেক আসামী মোঃ শাহা আলম (৩৯) কে দোষী সাব্যস্ত করে ২ (দুই) বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে রুট পারমিট ও ফিটনেসবিহীন বাস ডাম্পিংয়ে দেওয়া হবে- ডিসি জাহিদুল ইসলাম

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে রুট পারমিট ও ফিটনেসবিহীন বাস ডাম্পিংয়ে দেওয়া হবে বলে …