নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় ব্যরিকেড দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা।

এতে কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে দূর দূরন্ত থেকে আগত হাজার হাজার মানুষ ও এম্বুলেন্স থাকা রোগীরা। এসময় তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে তাদের দাবী নিয়ে ও বিক্ষোভ মিছিল করতে থাকে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অবরোধ চলতে থাকে। পরে পুলিশ ও বিডি আর তাদের আস্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ইজিবাইক চালকরা জানায়, বিকেএমইএর নিয়োগ প্রাপ্ত যানজট নিরসনে নিয়োজিত ছাএরা আমাদের অটোরিকশা শহরে ঢুকতে দেয় না। আর দেখা মাএ তাদের হাতে থাকা বল্লম দিয়ে গাড়ির চাকা ফুটো করে দেয়। আমরা এর প্রতিবাদ করলে তারা আমাদের উপর হামলা চালায়। এতে কয়েকজন অটোরিকশা চালক গুরুতর আহত ও জখম হয়। তারা আরও বলেন আমরা এর আগে এই বিষয় নিয়ে জেলা প্রশাসকের সাথে স্বাক্ষাৎ করেছিলাম তিনি আমাদের আশ্বাস দিলে ও কোন সমাধান করে নাই। তারা বলেন আমাদের শহরে ঢুকার অনুমোদন দিতে হবে আর না দিলে আমাদের অবরোধ চলমান থাকবে।

সম্প্রীতি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় শহরের মূল ফটকে অটোরিকশা ঢুকতে দেওয়া হবে না এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এতে শহরে যানজট ও কিছুটা কমতে থাকে।

এদিকে রাস্তা অবরোধের কারনে যানবাহন, হাজার হাজার মানুষ, রোগী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের বিপাকে পড়তে হয়। তারা পায়ে হেটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাদের গন্তব্যে যায়। অনেকেই আবার ঘন্টার পর ঘন্টা জেমে বসে থাকতে হয়। পরে পুলিশ ও বিডিআর এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
newsbank24.net সত্যের পথে সবসময়