17 Ashin 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / না’গঞ্জে ৬৫ লাখ টাকার ডিপিডিসি মালামাল ডাকাতি! র‍্যাবের অভিযানে ৯ ডাকাত গ্রেফতার

না’গঞ্জে ৬৫ লাখ টাকার ডিপিডিসি মালামাল ডাকাতি! র‍্যাবের অভিযানে ৯ ডাকাত গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিপিডিসি বিদ্যুৎ কেন্দ্রে নৈশ প্রহরী বেঁধে ৬৫ লাখ টাকার বৈদ্যুতিক মালামাল ডাকাতির ঘটনায় ৯ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত বৈদ্যুতিক সরঞ্জাম ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করে।

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দুপুরে আদমজী র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে: কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের প্রেস বিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায় গত ২১ সেপ্টেম্বর রাতের যেকোন সময়ে শ্রমিকদের পোশাক ও মুখোশ পরিধান করে ১৫-২০ জন ডাকাত বিদ্যুৎ কেন্দ্রের সাবষ্টেশনে প্রবেশ করে সিকিউরিটি গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধেঁ ট্রান্সফরমার ক্যাবল, তামার তার কন্ডাকটর ক্যাবল ও রিং নেটওয়ার্ক সহ ৬৫ লাখ টাকা মূল্যের মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

এ ঘটনায় ডিপিডিসি এর কর্মচারী মো: সেলিম মিয়া ২২ সেপ্টেম্বর ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। পরে র‍্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া মালামালসহ ৯ ডাকাতকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে খেলনার পিস্তল, চাপাতি, চাকু ও ১২ টি মোবাইল সেট উদ্ধার করে। আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও পলাতক আসামীদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন...

দেওভোগে মসজিদে ডাকাতি ! খাদেম রক্তাক্ত আহত

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দেওভোগ নাগবাড়ি মোড়ে বাইতুল নূর জামে …