নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ নির্বাচনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আইনজীবী পরিষদের উদ্যোগে বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেল গঠন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্যানেলের প্রতিপক্ষ হয়ে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
প্যানেলে সভাপতি পদে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ইতোমধ্যে গণতান্ত্রিক আইনজীবী পরিষদের ব্যানারে প্রায় ১৪ টি পদে প্যানেল চূড়ান্ত করা হয়েছে।
প্যানেলের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান খোকা, সহ সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. আব্দুল মোমেন, আপ্যায়ন শাহ আলম শামীম, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট আলী আজম, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতি অ্যাডভোকেট নার্গিস পারভীন, সমাজসেবা সম্পাদক পদে শেখ মোহাম্মদ গোলাম রসূল খসরু, আইন ও মানবাধিকার অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান মাসুম। সেই সাথে একদিনের মধ্যেই সদস্য পদে চূড়ান্ত করা হবে।
প্রসঙ্গ, আগামী ২৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এবারের নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই বিএনপিপন্থী আইনজীবীদের আলাদা প্যানেল ঘোষণা করার ব্যাপারে আলোচনা সরগরম ছিলো।