নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেল হুমায়ুন-আনোয়ার পরিষদের প্রার্থীরা আইনজীবীদের কাছে ভোট প্রার্থনা করেছেন । তাছাড়া নীল প্যানেলের প্রার্থীরা পূর্ণ প্যানেলে জয় লাভ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার ২১ আগস্ট দুপুরে কোর্ট প্রাঙ্গনে তারা মিছিল ও লিফলেট বিতরণ করেন।
এসময় সভাপতি প্রার্থী এড. সরকার হুমায়ুন কবীর বলেন, নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আমরা ভোটারদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি। আদালত প্রাঙ্গনে আমরা একটি সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশ তৈরি করতে চাই। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ২৮ তারিখ সকাল থেকে নীল প্যানেলে ভোট দিবো। কোন প্রকার ষড়যন্ত্র আমাদেরকে রুখতে পারবেনা।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, এড. আবু আল ইউসুফ খান টিপু, এড. খোরশেদ মোল্লা, এড. আবুল কালাম আজাদ জাকির, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড. এইচএম আনোয়ার প্রধান, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক এড. মাইন উদ্দিন রেজা, , লাইব্রেরি সম্পাদক এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মামুন মাহমুদ, সদস্য এড. আনিসুর রহমান, এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম ও এড. আবু রায়হান সহ প্রমুখ।
newsbank24.net সত্যের পথে সবসময়