নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত হুমায়ূন- আনোয়ার প্যানেল এর নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। এর আগে নির্বাচনকে কেন্দ্র করে গত ১৩ আগস্ট ইতিমধ্যে তিনটি প্যানেলের প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র নির্বাচন কমিশনের নিকট জমা দিয়েছেন। তাই নির্বাচনী প্রচারণায় প্রতিটি প্যানেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন।
বৃহস্পতিবার ১৪ আগস্ট দুপুরে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে বিএনপি ফোরাম সমর্থিত হুমায়ুন-আনোয়ার প্যানেল আদালত পাড়ায় নির্বাচনী জোর প্রচারনা করেন।
এসময় নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে আসছি। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আইনজীবী সমিতিকে কে তারা জিম্মি করে রেখেছিলো। বহিরাগতরা এসে বারের নির্বাচনে হস্তক্ষেপ করতো। এখন দেশে আর ফ্যাসিস্ট নেই তাই আমরা চাই বারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আমরা সেভাবেই আমাদের প্রক্রিয়া চলমান রেখেছি।
বক্তব্য শেষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়ে কোর্ট চত্বর সহ আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে পূণরায় বার ভবনের সামনে এসে শেষ করে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, এড. আবু আল ইউসুফ খান টিপু, এড. খোরশেদ মোল্লা, এড. আবুল কালাম আজাদ জাকির, সভাপতি প্রার্থী এড. সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড. এইচএম আনোয়ার প্রধান, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক এড. মাইন উদ্দিন রেজা, , লাইব্রেরি সম্পাদক এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মামুন মাহমুদ, সদস্য এড. আনিসুর রহমান, এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম ও এড. আবু রায়হান সহ প্রমুখ।