নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বিকাল ৫ টায় বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি সাবেক কাউন্সিলর দিলারা মাসুদ ময়নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগরের সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
প্রধান অতিথি এড. সাখাওয়াত বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক হলো নারী। নারীদেরকে আমাদের উন্নয়নের প্রধান অশিংদার হতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের উন্নয়নের জন্য কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াও তার শাসনামলে নারীদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহন করেছিলেন।
তিনি আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে যে নির্বাচন হবে সেখানে নারীদের ভূমিকা অনেক। কারন দেশের জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী। আগামীতে যত কমিটি গঠিত হবে সকল কমিটিতে নারীদেরকে ৩০ ভাগ হারে রাখতে হবে। নারীরা যাদেরকে ভোট দিবে তারাই বিজয়ী হবে। এই অর্ধেক ভোট বিএনপির পক্ষে আনার জন্য মহিলা দলের নেত্রীদেরকে ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে।
প্রধান বক্তা এড. টিপু তার বক্তব্যে বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিলাদেরকে স্বাবলম্বী ও রাজনীতির সাথে সম্পৃক্ত করার জন্য এ দলের সৃষ্টি করেছিলেন। ঠিক তেমনি বেগম খালেদা জিয়া মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছিলেন। অথচ তিনি মিথ্যা মামলায় জেল খেটেছেন কিন্তু আপোষ করেননি। আপনারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে সচেতন থাকুন। যদি আপনারা সচেতন হন তাহলে বাংলাদেশে কোন ফ্যাসিস্টের জন্ম হবেনা।
বক্তব্য শেষে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করেন আগত অতিথিবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগরের সাবেক সভানেত্রী রাশিদা জামাল, জেলার সাংগঠনিক সম্পাদক শেফালি রানী, মহানগরের সাংগঠনিক সম্পাদক নাহার সুলতানা, লিপি আক্তার, ১৮নং মুক্তা বেগম, পলি বেগম, দিপালী রানী, শেফালী সহ অন্যান্য নেতৃবৃন্দ।