17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / নারায়ণগঞ্জ ভার্চুয়াল কোটে প্রথম দিনে ৬ মামলায় শুনানী ৩টিতে জামিন

নারায়ণগঞ্জ ভার্চুয়াল কোটে প্রথম দিনে ৬ মামলায় শুনানী ৩টিতে জামিন

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  : নারায়ণগঞ্জ কোটে জরুরী কার্যক্রম করতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে ভার্চুয়াল কোট চালু করা হয়েছে। ভার্চুয়াল কোটে প্রথম দিনে ১৬ টি মামলার আবেদন করে এর মধ্য থেকে ৬ টি মামলার শুনানী হয়েছে তিনটি মামলায় জামিন হয়েছে।
বুধবার  ১৩ই  মে  দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ( পিপি)  এডভোকেট এস এম ওয়াজেদ আলী খোকন এ তথ্য জানান।
যে তিনটি মামলায় জামিন পেয়েছে তা হলো, ফতুল্লা থানার মাদক মামলায় জামিন পেয়েছে মো. আলাউদ্দিন এই মামলার আইনজীবী ছিলেন এড. বারি ভূইয়া। ফতুল্লা থানার আরেকটি মাদক মামলায় জামিন পেয়েছে মো. সাইফুল এই মামলার আইনজীবী ছিলেন এড. বোরহান উদ্দিন। এবং সদর থানার একটি মাদক মামলায় জামিন পেয়েছে ফারজানা বেগম এই মামলার আইনজীবী ছিলেন এড. বারি ভূইয়া।
এর আগে গত রবিবার (১০ মে) নোটিশ উল্লেখ থাকে, উপর্যুক্ত বিষয় ও সুত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে অধ্যাদেশ ২০২০( অধ্যাদেশ নং-০১,২০২০)এর নির্দেশনা মোতাবেক ভার্চুয়াল কোট এর মাধ্যমে জরুরী জামিন বিষয়সমূহ শুনানীর লক্ষ্যে জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ এর vcdj.narayanganj@gmail.com ই-মেইল এ জামিন সংক্রান্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনের সময় সংশ্লিষ্ট আইনজীবীর নাম, ই-মেইল, ফোন নম্বর, আইডি নং ইত্যাদি উল্লেখ করতে হবে। আবেদন গ্রহণের পর সংশ্লিষ্ট আইনজীবীকে শুনানীর তারিখ ও ভার্চুয়াল কোটের লিঙ্ক ই-মেইল / SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে।

আরও পড়ুন...

ইউনাইটেড কস্টিউম লিঃ ও আর.এন নিট টেক্স লিঃ এর সকল শ্রমিকদের ১২ দফা দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ইউনাইটেড কস্টিউম লিমিটেড ও আর.এন নিট টেক্স লিমিটেড এর …