31 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / নারায়ণগঞ্জ সদর উপজেলার ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারী কার্যক্রম অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারী কার্যক্রম অনুষ্ঠিত 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৪জন ওএমএস ডিলার নিয়োগের লক্ষ্যে উন্মুক্ত লটারী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ নারায়ণগঞ্জ সদর এর আয়োজনে এ উন্মুক্ত লটারী’র আয়োজন করা হয়। উন্মুক্ত লটারীতে সদর উপজেলার বিসিক ১নং গেইট, শিবু মার্কেট, হাটখোলা মোড় ও পঞ্চবটি মোড় এলাকার বিক্রয় কেন্দ্র
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, এসিল্যান্ড (ফতুল্লা) মো. আসাদুজ্জামান নূর, এসিল্যান্ড ( সিদ্ধিরগঞ্জ) দেব জানি কর, উপজেলা নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এমদাদুল ইসলাম সিকদার, খাদ্য পরিদর্শক আমিনুল ইসলাম জুয়েল প্রমুখ।
লটারী কার্যক্রমে সদর উপজেলার বিসিক ১নং গেইট অঞ্চলে মিনা বেগম, শিবু মার্কেট অঞ্চলে কেএম হারুনুর রশীদ, হাটখোলা মোড় অঞ্চলে জামিলা আক্তার ও পঞ্চবটী মোড় অঞ্চলে শরীফ আহাম্মেদ মোট ৪জন ওএমএস ডিলার হিসেবে বিজয়ী হয়েছেন।
এসময় ইউএনও তাছলিমা শিরিন বলেন, সাধারণ মানুষের মাঝে সরকারি সেবাগুলো সঠিকভাবে পৌঁছাতে সকলে নিজ দায়িত্বে কাজ করবেন। ওএমএস ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্তরা জনসাধারণের সেবায় সুনামের সাথে কাজ করবেন প্রত্যাশা করি।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

নিউজ ব্যাংক ২৪. নেট : আগামী অর্থবছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ …