14 Kartrik 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / নারায়ণগঞ্জ সদর উপজেলা সেলুন মালিক সমিতির দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ সদর উপজেলা সেলুন মালিক সমিতির দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সদর উপজেলা সেলুন মালিক সমিতি (রেজিঃ নং- ঢাকা-৪৪২৫) এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ইং অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক বাবু বিশ্বজিৎ চন্দ্র দাস বেসরকারি ভাবে মোমবাতি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, ছাতা প্রতীক নিয়ে  বাবু অনিল চন্দ্র রায়।
রবিবার ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের ১নং গেইট রেলওয়ে ষ্টেশনস্থ শ্রী শ্রী শিব শীতলা ও তাঁরা মায়ের মন্দির প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে নারায়ণগঞ্জ সদর উপজেলা সেলুন মালিক সমিতির নির্বাচন-২০২৫ এর বিগত ২৫/০৯/২০২৫ ইংরাজী তারিখে ঘোষণাকৃত নির্বাচনী তফসিলের নির্দেশনা অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়্যারম্যান ছিলেন, এম.এ শাহেদ শাহীন এবং নির্বাচন পরিচালনা কমিটির দুই জন সদস্য ছিলেন, বাবু নির্মল চন্দ্র রায় ও বাবু পলাশ চন্দ্র রায়।
এছাড়াও নির্বাচনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতি সভাপতি মো. শাহজাহান,
বিভাগীয় শ্রম দপ্তর চাষাড়া, নারায়ণগঞ্জ বিভাগীয় পরিচালক মহোদয়ের সম্মানিত প্রতিনিধি শ্রম কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, প্রধান সহকারী  মোঃ আব্দুর রহিম মিয়া, এডভোকেট নারায়ণ চন্দ্র প্রমুখ।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল- ৩৪৫জন, মোট ভোট কাস্ট হয় ২৪২টি। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীক নিয়ে বাবু অনিল চন্দ্র রায় পেয়েছেন-১০৯ ভোট এবং মোমবাতি প্রতীক নিয়ে বাবু বিশ্বজিৎ চন্দ্র দাস ১৩১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাছাড়া ২টি ভোট নির্বাচন কমিশন কর্তৃক বাতিল বলে গন্য করা হয়।
ভোট গণনা শেষে নারায়ণগঞ্জ সদর উপজেলা সেলুন মালিক সমিতির নির্বাচন- ২০২৫ইং নির্বাচনে বেসরকারি ভাবে বিজয়ীদের পূর্ণাঙ্গ কমিটির  চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়। এতে সাধারণ সম্পাদক ছাড়া সকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচিত সভাপতি বাবু মনোরঞ্জন বিশ্বাস, সহ-সভাপতি ইন্দ্রজিত রায়, সহ- সাধারণ সম্পাদক বাবু সুবল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক বাবু মানিক চন্দ্র রায়, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু নয়ন দাস, কোষাধ্যক্ষ বাবু নিরঞ্জন দাস, সহ-কোষাধ্যক্ষ বাবু বলাই চন্দ্র রায়, দপ্তর সম্পাদক বাবু বিদ্যুৎ চন্দ্র শীল, সহ-দপ্তর সম্পাদক বাবু অন্তর চন্দ্র শীল, প্রচার সম্পাদক বাবু সজল চন্দ্র দাস, সহ-প্রচার সম্পাদক বাবু রাম প্রসাদ চন্দ্র দাস, যুগ্ম ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক বাবু মালু চন্দ্র দাস, সহ-ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক বাবু দিলীপ চন্দ্র দাস, কার্যকরী সদস্য- বাবু শীতল চন্দ্র শীল, বাবু সুশান্ত রঞ্জন বিশ্বাস, বাবু বিমল চন্দ্র শীল, বাবু সঞ্জয় চন্দ্র শীল, বাবু মুন্না রায়।
ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন চেয়ারম্যান এম.এ শাহেদ শাহীন। এসময় বক্তব্যে তিনি বলেন,  সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরে আমরা আনন্দিত। সকলের সহযোগিতায় আজ আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি তাই সকল সদস্যকে ধন্যবাদ জানাই। সংগঠনের সদস্যরা বিধি নিষেধ ও সংগঠনের প্রচলিত সংবিধান অনুযায়ী নিজ নিজ পরিচয়পত্র দিয়ে তাদের মূল্যবান ভোট প্রদান করায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এবং বিশৃঙ্খলা হয়নি।

আরও পড়ুন...

মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৫ এর সমাপনী অনুষ্ঠান

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে “তৃণমূলে সংগঠন …