14 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

নিউজ ব্যাংক ২৪. নেট : আগামী অর্থবছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বেলা সকালে নগর ভবন অডিটোরিয়ামে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন নাসিক প্রশাসক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. কামরুজ্জামান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. কামরুজ্জামান বলেন- এবারের বাজেটে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা হচ্ছে। তবে উন্নয়ন খাতে আগের মতোই সর্বোচ্চ বরাদ্দ থাকবে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করে অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা সহ সংস্কৃতির প্রসার, ক্রীড়া উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সড়কে বাতির উন্নয়ন এবং তথ্য-প্রযুক্তি নির্ভর নাগরিক সুবিধাদি ও সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেন গঠনের পর এটি ১৪তম বাজেট। এর আগে ২০২৪-২০২৫ অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৫৪৪ কোটি ২৯ লাখ ৩ হাজার ৭৯৬ টাকা।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সচিব নূর কুতুবুল আলম, নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন, সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

আরও পড়ুন...

দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি- ডিসি জাহিদুল

নিউজ ব্যাংক ২৪.  নেট : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ যেন আমরা জাতি ভুলে না …