27 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আইন আদালত / নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করার বিধান মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করার বিধান মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন

নিউজ ব্যাংক ২৪. নেট : নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১১২ দিনের সঙ্গে আরও ৮ দিন বাড়িয়ে ১২০ দিন করার বিধান রেখে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার ৯ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বর্তমানে ১১২ দিন। এখন ৮ দিন বাড়িয়ে ১২০ দিন নির্ধারণ করা হয়েছে। নারী শ্রমিকরা তার সুবিধামতো এ ছুটি নিতে পারবেন।

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ – এর ৪৫ ধারা অনুযায়ী, অন্তঃসত্ত্বা শ্রমিক, সন্তান প্রসবের আগে ৮ সপ্তাহ এবং প্রসবের পরের ৮ সপ্তাহ, মোট ১৬ সপ্তাহ পূর্ণ মজুরিতে ছুটি পাওয়ার অধিকার রাখেন। মালিক এই ছুটি দিতে বাধ্য। চাকরিতে এ ছুটি ভোগ করা যাবে সর্বোচ্চ দুইবার। এবং একটি নির্দিষ্ট হারে তার নিয়োগকর্তার কাছ থেকে আর্থিক ভাতা পাবেন। তবে মাতৃত্বকালীন এসব সুবিধা পেতে একজন নারী শ্রমিককে সেই নিয়োগকর্তার অধীনে সন্তান প্রসবের আগে কমপক্ষে ছয় মাস চাকরি করতে হবে।

আরও পড়ুন...

সাব্বির আলম হত্যা মামলায় জাকির খানের পক্ষে না’গঞ্জ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন

নিউজ ব্যাংক ২৪. নেট : আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বীর আলম খন্দকার হত্যা মামলায় ছাত্র দলের …