26 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / নাসিক ১৬নং ওয়ার্ডের ২ হাজার ৫শত পরিবারকে খাদ্র সামগ্রী দিলেন কাউন্সিলর নাজমুল আলম সজল

নাসিক ১৬নং ওয়ার্ডের ২ হাজার ৫শত পরিবারকে খাদ্র সামগ্রী দিলেন কাউন্সিলর নাজমুল আলম সজল

 

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট :  বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের দুর্যোগ কালীন কর্মহীন হয়ে পড়া ৩ হাজার পরিবারের বাড়ি বাড়ি যেয়ে নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজমুল আলম সজলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

গত তিনদিন যাবৎ খাদ্য সামগ্রী বিতরণের এই কর্মসূচী নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমানের পক্ষ থেকে কাউন্সিলরের নিকট প্রদানকৃত ৭ হাজার কেজি চাউল এবং ১৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজমুল আলম সজলের উদ্যোগে ১৮ হাজার কেজি (সর্বমোট ২৫ হাজার কেজি) চাউল এবং ‘স্লোগান’ সংগঠনের পক্ষ থেকে প্রদানকৃত ৫ হাজার কেজি আটাসহ খাদ্য সামগ্রী নাসিক ১৬ নং ওয়ার্ডের বিভিন্ন কর্মজীবী খেটে খাওয়া মানুষের মধ্যে ২ হাজার ৫শত  দুঃস্থ পরিবার প্রতিজন  ১০ কেজি চাউল এবং ২ কেজি আটা দেওয়া হচ্ছে।

 

নাসিক ১৬নং ওয়ার্ডের মধ্যে দেওভোগ খানকা রোড , এলএনএ রোড, ১নং ও ২নং বাবুরাইল, পালপাড়া একাংশ, আখড়ামোড়সহ আশপাশের এলাকায় ৫৬০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …