15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / নির্বাচনে যেকোনো ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করা হবে-মাওলানা আবদুল জব্বার

নির্বাচনে যেকোনো ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করা হবে-মাওলানা আবদুল জব্বার

নিউজ ব্যাংক ২৪. নেট :  বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আয়োজিত সিদ্ধিরগঞ্জ অঞ্চলের যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২২ আগষ্ট বিকালে সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকায় অনুষ্ঠিত যুব সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন, গণমানুষের কল্যাণের জন্য যদি আপনারা পৌঁছাতে চান, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে যদি দেখতে চান,তাহলে যুবকদের শক্তিকে কাজে লাগাতে হবে। জামায়াতের  বিরুদ্ধে কেও  ষড়যন্ত্র করলে তাদের দিকে নজর রাখতে হবে। জামায়াতে ইসলামী কোনো ভেসে আসা দল নয়। অতীতে  জামায়াতে ইসলামীকে যারা বিতাড়িত করতে চেয়েছিল, তারাই আজকে বিতাড়িত হয়েছে।
তিনি আরো বলেন নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করবে, আমরা তাদেরকে শক্ত হাতে মোকাবিলা করবো, ইনশাআল্লাহ, তাহলেই শহীদের রক্তের নতুন বাংলাদেশে সকল জুলুমের অবসান হবে।
নারায়ণগঞ্জ মহানগরী যুব বিভাগের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে যুবকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার  মানোয়ার হোসাইন, শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের মহানগর সভাপতি  মুহাম্মদ জামাল হোসাইন।
উক্ত যুব সম্মেলনে সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর নেতা সাইফুল ইসলাম রনি’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মাওলানা মোস্তফা কামাল, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমীর আলহাজ কফিল আহমদ, পশ্চিম থানা আমীর মাহবুব আলম, পূর্ব থানা আমীর আলী আক্কাস রুম্মান সহ সিদ্ধিরগঞ্জ থানার শতাধিক কিশোর  যুবক ।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ-৫ আসনে মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ- বন্দর ২৬ নং ওয়ার্ডে ভোটারদের সাড়া

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা …