14 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের স্বরযন্ত্র হচ্ছে- আশা

নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের স্বরযন্ত্র হচ্ছে- আশা

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী-২০২৫ অনুষ্ঠিত হয়।

শুক্রবার ১ আগষ্ট বিকেলে নগরীর ডিআইটি মার্কেট এলাকায় পুরাতন জিমখানায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র ব্যানারে সদর থানার জনসাধারণের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সদস্য মো: আওলাদ হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবুল কাউছার আশা।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবুল কাঊছার আশা বলেন, আপনারা জানেন বাংলাদেশ জাতয়িতাবদী দল পুরাতন যারা আছেন তাদেরকে নবায়ন এবং যারা নতনি আছেন তাদেরকে সদস্য করা হচ্ছে। এই প্রক্রিয়াটা অত্যান্ত সুন্দর এবং ভয়াবহ কারন। একটি সংগঠন লো জাতীয়তাবদী দলের প্রান। ভয়াবহতার কারন হচ্ছে যদি কোন নতুন সদস্য যারা আওয়ামীরীগের দোসর ফ্যাসিণ্টদের দোসর যারা মনে প্রানে জাতীয়তাবদী আদর্শে বিশ্বাসী নয়, যারা কিনা চাঁদাবাজি করে আর সেটার জন্য দলের জন্য ভয়াবহ কাজ হয়ে দাড়ায়। সে ক্ষেত্রে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে অত্যান্ত সচেতন থেকে তারা এ জিনিসটা করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের সদস্য ফরম পূরন করতে হবে যাদের বয়স কম, যারা আমাদের সন্তান তাদেরকে। নজর রাখতে হবে কোন ফ্যাসিবাদী, মাদক, ব্যবসায়ী, কোন চাঁদাবাজ কোন ভাবেই তাদেরকে সমর্ধন করা যাবে না। আপনারা যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা গত ১৭ বছর আন্দোলন করেছি একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে মানুষের ভোটাধিকারের জন্য যেন মানুষ তাদের ভোট দিতে পারে।নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের স্বরযন্ত্র হচ্ছে। আকেকজন অকেক ধরনের পরামর্ম দিচ্ছে। এটা কিন্তু এক ধরনের প্রপাকান্ডা, এক ধরনের প্রক্রিয়া যে নির্বাচনকে যেন প্রশ্নবিদ্ধ করে বাধাগ্রস্থ্য করে সময়টাকে পিছিয়ে দেওয়া। আপনারা অনেকে বলেন নির্বাচন চাই, কেননা চাঁদাবাজি বন্ধের জন্য, চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? নারায়ণগঞ্জে দেখেন অটো রিকশা আর হকার থেকে শুরু করে বিশ্রী একট অবস্থায় পরিনত হয়েছে। আমি মনে করি একটি নির্বাচিত সরকার আসেলে জনগনের দায়িত্বটা তারা নেবে। মানুষের আশা আখাঙ্খা তার দ্বারাই পূরন হবে। আমি বলতে চাই ফ্যাসিবাদীদের প্রশ্নে সকলকে এক থাকতে হবে।

এ ছাড়ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ আবুল হোসেন সরদার, সাবেক সহ-সভাপতি, নারায়ণগঞ্জ শহর বিএনপি মোহাম্মদ হোসেন কাজল, সাবেক সদস্য, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি মোঃ দিদার খন্দকার, সভাপতি, ১৪নং ওয়ার্ড বিএনপি মোঃ সুজন মাহামুদ, সাবেক কোষাধ্যক্ষ, নারায়ণগঞ্জ শহর বিএনপি মোঃ জাহাঙ্গীর বেপারী, যুগ্ম আহবায়ক, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দল সাব্বির আলম শহীদ খালেদা জিয়া ও তারেক জিয়া মুক্তি পরিষদ, নারায়ণগঞ্জ মহানগর সহ প্রমূখ।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ-৫ আসনে মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ- বন্দর ২৬ নং ওয়ার্ডে ভোটারদের সাড়া

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা …