16 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের ১৬২ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের ১৬২ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নিউজ ব্যাংক ২৪. নেট : নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের ১৬২ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার ২৪ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৬২ সদস্যের কেন্দ্রীয় এ কমিটিতে ১৭ জনকে সহসভাপতি, ১৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক দশ বিভাগে ১০ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। তা ছাড়া ৩৪ জনকে সম্পাদক, ৬৮ জনকে সহসম্পাদক ও ১৯ জনকে সদস্য করা হয়।

এর আগে গত ১০ জুলাই কাউন্সিলের মাধ্যমে নুরুল হক নুরকে সভাপতি এবং মুহাম্মদ রাশেদ খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এবং উচ্চতর পরিষদের সদস্য হিসেবে রয়েছেন আবু হানিফ, শাকিল উজ্জামান, হানিফ খান সজিব, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, জসিম উদ্দিন প্রমুখ।

আংশিক কেন্দ্রীয় কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন- নাজমুস সাকিব, অ্যাডভোকেট বিপ্লব কুমার পোদ্দার, মো. সোহরাব হোসেন, আব্দুর রহমান, জাফর মাহমুদ, মো. নিজাম উদ্দিন, ইঞ্জিনিয়ার কবীর হোসেন, শফিকুল ইসলাম, ওয়াহেদুর রহমান মিল্কি, মীর শাহাজাহান আলী, মো. আফজাল হোসেন, মোহাম্মদ জাহিদুর রহমান, ডা. সাজ্জাদ হোসেন, মো. মাজেদুল ইসলাম, রাফিয়া সুলতানা, প্রিন্সিপাল এম এ মালেক, অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েল।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন- হাসান আল মামুন, মাহফুজুর রহমান খান, মো. মশিউর রহমান, অ্যাডভোকেট তৌফিক শাহরিয়ার, মো. রবিউল হাসান, জিলু খান, ঝুনু রঞ্জন দাস, মুহাম্মদ তুহিন ফারাবী, মো. শাখাওয়াত হোসেন (রাতুল), আনিসুর রহমান মুন্না, কামরুন নাহার ডলি, এস এম সাফায়েত হোসাইন, জামান আহমেদ সিদ্দিকী।

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন- মো. তোফাজ্জল হোসেন (ঢাকা), মো. সুমন কবির (রাজশাহী), মাসুদ মোন্নাফ (রংপুর), বায়েজিদ হোসেন সাহেদ (ফরিদপুর), রফিকুল ইসলাম রাসেল (বরিশাল), আশিক ইকবাল (খুলনা), আব্দুল্লাহ আল মামুন সুজন (সিলেট), মো. ইকবাল হোসাইন (ময়মনসিংহ), ইঞ্জিনিয়ার মুরাদ (কুমিল্লা) ও লোকমান হোসেন (চট্টগ্রাম)।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ-৫ আসনে মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ- বন্দর ২৬ নং ওয়ার্ডে ভোটারদের সাড়া

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা …