29 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কাশীপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কাশীপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

নিউজ ব্যাংক ২৪. নেট : পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে বিনামূল্যে এক অস্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ।
শুক্রবার ১২ সেপ্টেম্বর সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত খিলমার্কেট শেখ বাড়ি সংলগ্ন এলাকায় এসো আলোর সন্ধানে যুব সংগঠন এর সহযোগিতায় বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ এর সভাপতি মোঃ কাজী সোহাগ’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপি’র সহ-সভাপতি কবীর প্রধান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- কাশীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আরিফ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাশীপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম, শেখ হাজী মোঃ ওসমান গণি মাইজভান্ডারী, শেখ মোঃ এলাহি বক্স, শেখ মোঃ মনির হোসেন, এসো আলোর সন্ধানে যুব সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নবী হোসেন।
ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, ওজন ও রক্তচাপ মাপা হয়। পাশাপাশী ফিজিওথেরাপি সেবা প্রদান করেন বিশেষজ্ঞ শারমিন ইসলাম।
রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ এর সভাপতি কাজী সোহাগ বলেন- “সেবাই শক্তি, মানবতাই মন্ত্র।” রক্তযোদ্ধারা সবসময় মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ আয়োজনে স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণে
উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ এর রক্ত বিষয়ক সম্পাদক মোঃ আলী, সদস্য মোঃ আলী হোসেন, সক্রিয় সদস্য মোঃ ইব্রাহিম, মোঃ শফিকুল ইসলাম বাবু, আব্দুল কাদের, মোঃ হাসান, মোঃ আব্দুল্লাহ, মোঃ আজমির প্রমূখ।

আরও পড়ুন...

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশনের  আলোচনা সভা অনুষ্ঠিত 

নিউজ ব্যাংক ২৪. নেট : সৃজনশীল সামাজিক ও মানবিক সেবামূলক সংগঠন ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা …