নিউজ ব্যাংক ২৪. নেট : পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে বিনামূল্যে এক অস্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ।

শুক্রবার ১২ সেপ্টেম্বর সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত খিলমার্কেট শেখ বাড়ি সংলগ্ন এলাকায় এসো আলোর সন্ধানে যুব সংগঠন এর সহযোগিতায় বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ এর সভাপতি মোঃ কাজী সোহাগ’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপি’র সহ-সভাপতি কবীর প্রধান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- কাশীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আরিফ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাশীপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম, শেখ হাজী মোঃ ওসমান গণি মাইজভান্ডারী, শেখ মোঃ এলাহি বক্স, শেখ মোঃ মনির হোসেন, এসো আলোর সন্ধানে যুব সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নবী হোসেন।
ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, ওজন ও রক্তচাপ মাপা হয়। পাশাপাশী ফিজিওথেরাপি সেবা প্রদান করেন বিশেষজ্ঞ শারমিন ইসলাম।
রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ এর সভাপতি কাজী সোহাগ বলেন- “সেবাই শক্তি, মানবতাই মন্ত্র।” রক্তযোদ্ধারা সবসময় মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ আয়োজনে স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণে
উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ এর রক্ত বিষয়ক সম্পাদক মোঃ আলী, সদস্য মোঃ আলী হোসেন, সক্রিয় সদস্য মোঃ ইব্রাহিম, মোঃ শফিকুল ইসলাম বাবু, আব্দুল কাদের, মোঃ হাসান, মোঃ আব্দুল্লাহ, মোঃ আজমির প্রমূখ।