14 Kartrik 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / পি আর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না; জবাবদিহিতামূলক সরকার কায়েম হবে- মুফতি মাসুম বিল্লাহ

পি আর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না; জবাবদিহিতামূলক সরকার কায়েম হবে- মুফতি মাসুম বিল্লাহ

নিউজ ব্যাংক ২৪. নেট :  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না; জবাবদিহিমূলক সরকার কায়েম হবে।  একটি সুন্দর দেশ গঠন হবে।  জবাবদিহিতার অভাবেই ফ্যাসিবাদ তৈরি হয়। আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতার কেন্দ্রীকরণ হ্রাস পাবে এবং সংলাপের সংস্কৃতি সৃষ্টি হবে। তাছাড়া প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে।  প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। সকল দল-মতের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার তৈরি হবে।

আজ সোমবার ২৭ অক্টোবর বিকাল ৪:৩০ টায় চাষাড়া শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে যুগপৎ আন্দোলনের  চতুর্থ দফা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  বিক্ষোভ সমাবশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাও. দ্বীন ইসলাম। আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ – ২ ও ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী যথাক্রমে মাওলানা হাবীবুল্লাহ হাবিব ও ফারুক আহমেদ মুন্স, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জেলা সেক্রেটারি মুহা. জাহাঙ্গীর কবির সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান বক্তা বলেন, ৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনো দেশকে অনিরাপদ করে রেখেছে। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেয়ার পাঁয়তারা করে যাচ্ছে। তাই রাজনৈতিক দলগুলোকে নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন...

১৩নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় …