15 Magh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / পি.আর পদ্ধতি’র দাবীতে গণসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর

পি.আর পদ্ধতি’র দাবীতে গণসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর

নিউজ ব্যাংক ২৪. নেট : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ বলেন, আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে দিতে হবে। পি আর পদ্ধতি এখন দেশের জনগণের মৌলিক দাবিতে পরিণত হয়েছে। কল্যাণমুখি রাষ্ট্র প্রতিষ্ঠায় পি আর পদ্ধতির বিকল্প নেই। এর মাধ্যমে সর্বদল অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর ও সুশৃংখল সংসদ গঠন হবে।
বৃহস্পতিবার ২১ আগস্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর দক্ষিণ শাখার জরুরি বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহর শাখা দক্ষিণের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং মুহাম্মদ আরিফ উল্লাহ জাদরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মেহেদী হাসান, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন সহ শহর শাখার নেতৃবৃন্দ।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জবাসী চাইলে আমরা আবারো জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে প্রস্তুত আছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে।

আরও পড়ুন...

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে না’গঞ্জে মিলাদ মাহফিল ও আলোচনা সভা

নিউজ ব্যাংক ২৪. নেট :  মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের সাবেক প্রতিষ্ঠাতা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান …