17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শিক্ষা ও তথ্য প্রযুক্তি /  পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে কোরআন তেলাওয়াত, আযান, হামদ- নাত ও গজল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে কোরআন তেলাওয়াত, আযান, হামদ- নাত ও গজল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, আযান,
হামদ-নাত ও গজল প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৬ এপ্রিল বিকালে বিদ্যালয় প্রঙ্গনে এ কোরআন তেলাওয়াত, আযান, হামদ-নাত ও গজল প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়।

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের উপসচিব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ নাছিম আহমেদের
সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ দেওয়ান, পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন, পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ওমর ফারুক, জাকির হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন আহামেদ, জালকুড়ী পূব সরকারী প্রথমীক বিদ্যালয়ের সভাপতি ফেরদৌস আহমেদ, সমাজ সেবক মোতালিব হোসেন, হযরত মাওলানা আবু
হেনা, মুফতি হোসাইন, পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ, সমাজ সেবক মহিউদ্দিন, পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফুল নাহার বেগম, আব্দুল হান্নান, মুজাহিদুল ইসলাম শান্ত, আফজাল হোসেন, আয়েশা আক্তার, নাসরিন আক্তার, মিজানুর রহমান, রুহুল আমিন দেওয়ান ও রোকেয়া বেগম প্রমূখ।

এসময় সভাপতির বক্তব্য মোহাম্মদ নাছিম আহমেদ বলেন তোমরা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ অনেকে অনেক ভালো করেছ, তোমরা চেষ্টা করেছ, ভালো হয়েছে, আমি আশা করি তোমরা সামনে আরো ভলো করবে। তোমরা অনেক ইউটিউব থেকে শিখে চেষ্টা করেছ, এই ধারা থেকে বাইরে যেতে হবে। আমরা যা শিখব তা যেন সহি ভাবে শিখি, এটাই আমাদের আশা, আমরা যেন ভবিসৎতে তোমাদের নিয়ে আরো বড় বড় চিন্তা ভাবনা করতে পারি। তোমাদের জন্য আমাদের দোয়া রইল। তোমরা আমাদের জন্য দোয়া করবা, আমরাও তোমাদের জন্য দোয়া করব।

আরও পড়ুন...

যে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলো আর জান্নাত লাভ করতে পারলো সেই সফল মানুষ- গিয়াসউদ্দিন

নিউজ ব্যাংক ২৪. নেট : গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ …