17 Ashin 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / প্রতারণা চক্রের মূল হোতা দিপু গ্রেফতার হলেও চক্রের অন্য সদস্যরা এখনও অধরা 

প্রতারণা চক্রের মূল হোতা দিপু গ্রেফতার হলেও চক্রের অন্য সদস্যরা এখনও অধরা 

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশের প্রচলিত আইনে মানুষের কাছে প্রতারণা একটি গুরুতর অপরাধ জানা সত্বেও একের পর একজনকে প্রতিনিয়ত ঠকিয়ে এসেছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন জামপুর পেরাব কোনাবাড়ী এলাকার চিহ্নিত প্রতারণা চক্রের মূল হোতা মো. রমজান ওরফে দিপু পুলিশের কাছে সম্প্রতি গ্রেফতার হলেও চক্রের অন্য সদস্যরা এখনও অধরা রয়েছে।  আত্মগোপনে থেকে প্রতারক চক্রের অন্য আসামীরা ভুক্তভোগীদের দিচ্ছে হুমকি ধমকি।

সূত্রমতে জানাযায়, সোনারগাঁ থানাধীন জামপুর পেরাব কোনাবাড়ী এলাকার জৈনক মাওলানা তাজুল ইসলামের কুপুত্র রমজান মিয়া ওরফে দিপু ও তার চক্র বিবাদী মো. জাফর হোসেন রানাসহ আরো অনেকের নিকট থেকে বিদেশের কথা বলে প্রতারণা করে প্রায় ২-৩ কোটি টাকা নিয়ে পলাতক থাকে। এ ব্যাপারে ভুক্তভোগীরা সোনারগাঁ থানা একাধিক অভিযোগ দায়ের করেন। সর্বশেষ গত ২৯ আগস্ট ২০২৫ তারিখ সোনারগাঁ থানার মামলা নং- জি.আর. ২৩(৮)২৪, ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড দায়ের করলে গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ এজাহারে তালিকাভুক্ত ১নং আসামি মো. রমজান ওরুফে দীপুকে পুলিশ গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি আসামীরা পালিয়ে যায়। পরদিন প্রতারক রমজান ওরফে দিপুকে আদালতে হাজির করা হলে অভিযোগ আমলে নিয়ে বিচারক তাকে জেলে প্রেরন করেন। অপরদিকে মামলার পলাতক আসামীরা ভুক্তভোগী বিবাদী সহ বিভিন্ন পাওনাদারদের প্রতিনিয়ত হুমকি ধমকি প্রদান করছে।
এজাহারসূত্রে আরও জানাযায়, বন্দর উপজেলা কলাবাগ এলাকার বাসিন্দা বাদী মো. জাফর হোসেন রানা’র কাছ থেকে মোট ১৭ লক্ষ টাকা প্রতারণার মাধ্যম নিয়ে তালবাহানা করছে চিহ্নিত প্রতারক রমজান ওরফে দিপু (৩৩)। আর এই চক্রের শেল্টার দাতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ছাত্র হত্যা মামলা নং-পি- ২৬৩/২৪ এর ৯০ নাম্বার আসামী রূপগঞ্জ গোলাকান্দাইল ৬নং ওয়ার্ডের রোস্তম শিকদার এর ছেলে আওয়ামী লীগ নেতা আলমগীর শিকদার। প্রত্যারক রমজান ওরফে দিপু’র সহযোগী মামলার আসামীরা হলেন, সোনারগাঁ উপজেলা নয়াপুর এলাকার প্রতারক মোশারফ হোসেন বাবু (৩২), মাওলানা তাজুল ইসলাম (৬০) ও সুমি (২৬)সহ অজ্ঞাত ৪/৫ জন। তারা সমাজের চিহ্নিত প্রতারক ও মানব পাচারকারী চক্রের সদস্য। তাদের এরূপ অপরাধ  কর্মকান্ডের শেল্টার দাতা বৈষম্য বিরোধী ছাত্র জনতা হত্যা মামলার পলাতক আসামী আলমগীর শিকার। তিনি বিভিন্ন সময়ে নিরীহ ভুক্তভোগীদের হামলা মামলাসহ হত্যার হুমকি ধমকি প্রদান করেন প্রতারক রমজান ওরফে দিপু পক্ষে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, প্রতারণার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত ১নং আসামীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার করতে পুলিশ সচেষ্ট রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে ভুক্তভোগী বাদীপক্ষ জানান, প্রতারণার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমরা আশাবাদী অচিরেই এই প্রতারক চক্রের বিরুদ্ধে আদালত ন্যায় বিচার করে রায় প্রদান করবে। আর প্রতারক রমজান ওরফে দিপু’র কাছথেকে ভুক্তভোগীদের টাকা পরিশোধ করতে সরকার সহায়তা প্রদান করবে। বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও পুলিশের সহায়তা কামনা করেন ভুক্তভোগীরা।

আরও পড়ুন...

না’গঞ্জে রাস্তায় ব্যরিকেড দিয়ে অটোরিক্সা চালকদের অবরোধ, ভোগান্তিতে মানুষ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় ব্যরিকেড দিয়ে সড়ক অবরোধ …