নিউজ ব্যাংক ২৪. নেট : প্রথম ওপেন জাতীয় ও আর্ন্তজাতিক কারাতে টুর্নামেন্টে মেডেল বিজয়ী নারায়ণগঞ্জের কারাতেকাদের সনদ প্রদান করেন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বুধবার ২৪ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে তিনি ১০ জন বিজয়ী কারাতেকাদের হাতে এ সনদ তুলে দেন।
জানাগেছে, নগরীর আল্লামা ইকবাল রোডে অবস্থিত ‘বাংলাদেশ সেলফ ডিফেন্স এন্ড স্পোর্টস কারাতে একাডেমি’ থেকে এ কারাতেকারা সম্প্রতি ঐ আর্ন্তজাতিক প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় নারায়ণগঞ্জ থেকে ১০ জন মোট ২টা গোল্ড, ৩টা সিলভার, ১১টা ব্রোঞ্জ পদক অর্জন করে বিজয়ী হয়।
মেডেল পাওয়া বিজয়ী কারাতেকারা হলেন,
১. রুফাইধা, গোল্ড ১টা, সিলভার ১টা।
২. সারাফ, গোল্ড ১টা, ব্রোঞ্জ ১টা।
৩. আহনাফ সিলভার ১টা।
৪. আত্মবিদ, ২টা ব্রোঞ্জ
৫. দিহান, সিলভার ১টা, ব্রোঞ্জ ১টা।
৬. তাহমিদ ব্রোঞ্জ ২টা।
৭. জাকি, ব্রোঞ্জ ১টা।
৮. নাহিদা, ব্রোঞ্জ ১টা।
৯. অবদিয়া, ব্রোঞ্জ ২টা।
১০. রোকেয়া জাহান মিম, ব্রোঞ্জ ১টা।
এসময় কারাতে কোচ আশরাফুল ইসলামসহ কারাতেকাদের সকল অভিভাবকরা উপস্থিত ছিলেন। সনদ বিতরণ শেষে ডিসি সবাইকে মিষ্টিমুখও করান।
newsbank24.net সত্যের পথে সবসময়