15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / প্রধানমন্ত্রী’র নির্দেশে জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণের কাজ পরিদর্শনে মোস্তফা চৌধুরী

প্রধানমন্ত্রী’র নির্দেশে জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণের কাজ পরিদর্শনে মোস্তফা চৌধুরী

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  : মরণব্যাধি নোভেল করোনা ভাইরাসের এই দূর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী’র নির্দেশে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেছেন জেলা পরিষদের সদস্য মো. মোস্তফা হোসেন চৌধুরী।
শনিবার ৯ এপ্রিল  সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদে ঈদ সামগ্রী বিতরণের জন্য প্যাকেট করার সময় এ পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, বর্তমান বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা দিনে দিনে আরও বাড়ছে। এদিকে অনেক কর্মসংস্থা বন্ধ আবার আতঙ্কেও রয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী’র নির্দেশে অসহায় মানুষের পাশে আছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। এর আগেও জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই যুদ্ধে একে অপরের পাশে থেকে মোকাবিলা করতে হবে। আশা করি আল্লাহ আমাদের এই মহামারী রোগ থেকে অতি দ্রুত শেফা দান করবেন। আমরা সবাই মহান প্রতিপালকের নিকট ক্ষমা চাই।

আরও পড়ুন...

২য় দিনের মত ঠান্ডা শরবত খাওয়ালেন রাগিব ভুইয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের প্রতিষ্ঠাতা, ইউনাইটেড ক্লাব লিমিটেড এর অর্থ …