27 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর /  প্রয়াত আ’লীগ নেতা জসিমউদ্দিন কবিরের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

 প্রয়াত আ’লীগ নেতা জসিমউদ্দিন কবিরের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার বন্দরের কদমরসুল পৌর আওয়ামীলীগের প্রয়াত সভাপতি বীরমুক্তিযোদ্ধা জসিমউদ্দিন কবিরের ১০ম মৃত্যুবার্ষিকী ৩১ জানুয়ারী বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে তার কনিষ্ঠ পুত্র মহানগর ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আরাফাত কবির নানা কর্মসূচীর আয়োজন করেন।

কর্মসূচীর মধ্যে ছিল দিনব্যাপী পবিত্র কোরআন খানি,বাদ জোহর নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের রান্না করা খাবার। হিফজ খানায় দোয়া পরিচালনা করেন নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মুফতি মুহাম্মদ মহসিন উদ্দিন ও হিফজখানার প্রধান শিক্ষক হাফেজ সাদেকুর রহমান। এছাড়া বাদ আছর মরহুমের বিদেহী রুহের মাগফেরাত কামনায় পবিত্র কদমরসুল দরগাহ শরীফে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয় সম্পাদক হুমায়ূন কবির মৃধা, মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সম্রাট, সাধারণ সম্পাদক রাসেল প্রধান, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী আব্দুস সামাদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধান, ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান জামান, মোসাদ্দেক আলী আঙ্গুর, জাকির হোসেন পনির, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন জনি, যুবলীগ নেতা সাইদুজ্জামান শাকিল, ফারুক প্রধান, ২০নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাসিবুল হক জিসান, মহানগর ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু, সামির আহম্মেদ নিলয়, উজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে দোয়া পরিচালনা করেন কদমরসুল দরগাহ শরীফ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ শরীফুল্লাহ শাহিন।

আরও পড়ুন...

রাজনৈতিক নেতৃবৃন্দে সম্মানে গণ অধিকার পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল 

নিউজ ব্যাংক ২৪. নেট :  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই শহীদদের রূহের মাগফেরাত ও অসুস্থদের …