27 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / প্রয়াত নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে ৫শ’ দুঃস্থ’র মাঝে ছাত্রসমাজ নেতা রবিউলের খাবার বিতরণ

প্রয়াত নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে ৫শ’ দুঃস্থ’র মাঝে ছাত্রসমাজ নেতা রবিউলের খাবার বিতরণ

নিউজ ব্যাংক ২৪. নেট : সাবেক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য  ও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা  আলহাজ্ব নাসিম ওসমানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রবিউল আউয়ালের ব্যক্তিগত উদ্যোগে ৩০ এপ্রিল বুধবার বাদ আসর বন্দরের মুসাপুর ইউনিয়নের শাসনেরবাগ নূর মসজিদ সংলগ্ন মাঠে দোয়ার মাহফিল ও রান্না করা খাবার বিতরণী অনুষ্ঠিত হয়।

খাবার বিতরণকালে উদ্যোক্তা রবিউল আউয়াল ও তার পিতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আলম ছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক মোঃ অহিদ মিয়া, শাসনেরবাগ নূর জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মুসাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আলমচান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, ছাত্র সমাজ নেতা লিটন আহমেদ, মোঃ তারেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়ার মাহফিল ও রান্না করা খাবার বিতরণীতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তরুন সমাজকর্মী রবিন আহমেদ ও জাহিদ হাসান। এতে দোয়া পরিচালনা করেন শাসনেরবাগ দক্ষন পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মাইনুদ্দিন। পরিশেষে প্রায় ৫শতাধিক অসহায় মানুষের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন...

যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের মদদে ইসরাইল যুগের পর যুগ ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে- খেলাফত মজলিস

নিউজ ব্যাংক ২৪. নেট : খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ বলেছেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড় …