15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / প্রয়োজনে জান দিবো তবুও বাতিলের কাছে মাথা নত করবো না- আল্লামা নূর হোসাইন কাশেমী

প্রয়োজনে জান দিবো তবুও বাতিলের কাছে মাথা নত করবো না- আল্লামা নূর হোসাইন কাশেমী

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : আমরা ওলামা পরিষদ কোন দিন কোন ভন্ড, বাতিলের কাছে মাথা নত করবো না। প্রয়োজন হলে নিজের জান দিবো। তোমরা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রহ. এর মৃত্যুরপর তাকে নিয়ে কু-রুচিপূর্ণ বক্তব্য দিয়েছো, মনে করেছো তোমাদের কেহ কিছু বলবে না এটা তোমাদের ভুল ধারণা। ভন্ড আলাউদ্দিন জিহাদীর কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানাই। প্রধান অতিথির বক্তব্যে বলেন জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী দা.বা.।

শনিবার ২৬ শে সেপ্টেম্বর বিকাল ৩টায় নারায়ণগঞ্জের শহরের ঐতিহ্যবাহী ডিআইটি জামে মসজিদে অনুষ্ঠিত দেশ ও ইসলামের অতন্দ্র প্রহরী জাতির অভিভাবক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহামাদ শফী রহ. স্মরণে নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব মন্তব্য করেন।

আল্লামা নূর হোসাইন কাসেমী আরো বলেন, আল্লামা আহাম্মদ শফী’র চলে যাওয়ার পর কিছু নাস্তিক মুরতাদ মাথা চড়া দিয়ে উঠেছে। তারা মনে করছে আমরা অভিভাবক শূণ্য হয়ে গেছি। কিন্তু তাদের ধারণা ভুল। আল্লামা আহাম্মদ শফী’র ইনতেকালের পর আমরা তার লক্ষ লক্ষ রূহানি সন্তানেরা রয়েছি বাতিলের বিরোদ্ধে জিহাদ করার জন্য। আর যদি মাজার পূজারী ভন্ডরা একটা কুরুচিপূর্ণ কথা বলো তাহলে তোমাদের জিহ্বা টেনে ফেলা হবে।

আলোচনা সভা শেষে আল্লামা আহমাদ শফী দা.বা. এর রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন, মুফতী মনির হোসেন কাশেমী, মুফতী আবু তাহের, আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি, মাওলানা ফেরদৌসুর রহমান, মাওলানা জাকির হোসেন কাসেমী, মুফতী মাসুম বিল্লাহ, মাওলানা ওবায়েদ হক, মাওলানা আবু সাঈদ, মাওলানা মোঃ ইউসুফ, মুফতী শিব্বির আহাম্মদ, মুফতী বশির উল্লাহ, মাওলানা আব্দুল খালেক, মাওলানা বদরুল আলম, মাওলানা শামসুল হক প্রমুখ।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ-৫ আসনে মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ- বন্দর ২৬ নং ওয়ার্ডে ভোটারদের সাড়া

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা …