17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আইন আদালত / ফসলী জমি জোর পূর্বক দখলের প্রতিবাদে না’গঞ্জ আদালত পাড়ায় মানববন্ধন

ফসলী জমি জোর পূর্বক দখলের প্রতিবাদে না’গঞ্জ আদালত পাড়ায় মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নে আবাসন প্রকল্পের নামে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী জমি ক্রয় না করে এবং জমির মালিককে না জানিয়ে, তাকে কোন ক্ষতিপূরণ না দিয়ে জমিতে লাল নিশান উড়িয়ে সম্পূর্ণ বেআইনি ও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ফেলে রাস্তাঘাট, ফসলী জমি, খেলার মাঠ ভরে ফেলছে। বালু হাবিবের সহযোগিতায় অত্র অঞ্চলে বিভিন্ন প্রভাব খাটিয়ে সেনাবাহিনী জায়গা ভরাট করে চলেছে। এমনকি জমির মালিকদের কাঁচা ধান পাকার সুযোগ না দিয়ে, মালিকপক্ষকে ফসলের ক্ষতিপূরণ না দিয়ে তাদের জমির মধ্য দিয়ে অত্যাধুনিক ভেকু মেশিন লাগিয়ে দ্রুততার সাথে প্রশস্ত পাকা রাস্তা নির্মাণ করে চলেছে। যা বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধান বিরোধী। তাই উক্ত কার্যক্রম অতিদ্রুত বন্ধের দাবীতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র নিকট স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জমি ক্রয় না করে অবৈধভাবে রাস্তাঘাট নির্মাণ ও ভরাট করা যাবে না। যেগুলো ভরাট করা হয়েছে সেই সব জমির মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণ করে ম্যাপ টানিয়ে দিতে হবে এবং প্রকল্পটি অবশ্যই বসত বাড়ির বাইরে হতে হবে। প্রকল্পের কোন রাস্তা বসতবাড়ি উপর দিয়ে করতে হলে জমির মালিককে ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রকল্পে একটি প্লট প্রদান করতে হবে। উচ্ছেদ করতে হলে আগে ক্ষতিপূরণ দিতে হবে। বক্তারা জেলা প্রশাসককে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র এড. রফিক আহমেদ, এড. আব্দুল হাফিজ মোল্লা, এড. নয়ন আহমেদ, এড. আব্দুল গাফফার ইস্রাফিল মিয়া সহ প্রমুখ।

আরও পড়ুন...

সাব্বির আলম হত্যা মামলায় জাকির খানের পক্ষে না’গঞ্জ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন

নিউজ ব্যাংক ২৪. নেট : আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বীর আলম খন্দকার হত্যা মামলায় ছাত্র দলের …