4 Joishtho 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / বন্দরের মসজিদ কমিটির সেক্রেটারীর বিরুদ্ধে অর্থ আত্নসাতের অভিযোগ, মুসল্লীদের বিক্ষোভ

বন্দরের মসজিদ কমিটির সেক্রেটারীর বিরুদ্ধে অর্থ আত্নসাতের অভিযোগ, মুসল্লীদের বিক্ষোভ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়নে মসজিদ কমিটির ৬ লক্ষাধিক টাকা আত্নসাৎসহ ২১ বছরের অবৈধ কমিটির সেক্রেটারীর অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে মুসল্লীরা।

গত ২৯ মার্চ শুক্রবার বাদ জুম্মা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ১নং মাধবপাশা বড় জামে মসজিদ অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে। বিক্ষুব্দ মুসল্লীরা মসজিদ কমিটির স্ব-ঘোষিত সেক্রেটারী নূরুল ইসলাম বেপারীর বিরুদ্ধে নানা শ্লোগান উত্থ্যাপন করে।

এ ব্যাপারে স্থানীয় সমাজ সেবক ও মসজিদ কমিটির সদস্য আব্দুস সালাম জানান, নূরুল ইসলাম বেপারী গং মসজিদ কমিটিটি ২১ বছর ধরে কুক্ষিগত করে রেখেছেন। মসজিদের আয়-ব্যায়ের হিসাব তিনি কাউকেই দিতে চান না। কেউ হিসেব চাইতে গেলে তাকে লাঞ্চিত করা হয়। গত শুক্রবার আমি হিসাবের কথা বলাতে সে আমাকে মসজিদ থেকে বের করে দিতে বলেন। তাছাড়া অর্থ আত্নসাতের বিষয়টি আমাকে মসজিদের মোতওয়াল্লীই বশির এলাহীই আমাকে বলেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এলাকার সকল মুসল্লীরা সবাই এই কমিটির বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তারা সেক্রেটারীর কাছে টাকার হিসাবসহ অপসারণ চেয়েছেন।

অপরাপর সদস্য রাসেল মিয়া জানান, তারাতো কোন উন্নয়ন করেনইনা বরং আমরা করতে যাই তাতেও তারা বাধাগ্রস্থ করেন। তারা সবার সঙ্গে রুক্ষ আচরণ করেন সব সময়। একটা মসজিদ কমিটির কর্মকর্তার আচরণ এমনটা গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় অভিযুক্ত নূরুল ইসলাম বেপারীর সঙ্গে আলাপকালে তিনি সাংবাদিকদেরকে জানান, ঘটনা সাক্ষাতে বললে বুঝতে পারবেন।

আরও পড়ুন...

সরকার ঘোষিত নূন্যতম মজুরি বাস্তবায়ন সহ ১১ দফা দাবিতে না’গঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নিউজ ব্যাংক ২৪. নেট : সরকার ঘোষিত নূন্যতম মজুরি বাস্তবায়ন, ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, পিসরেট শ্রমিকদের …