4 Joishtho 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / বন্দরে যুব কল্যান পরিষদের উদ্যোগে অসহায় ২’শ পরিবার পেল খাদ্য সামগ্রী

বন্দরে যুব কল্যান পরিষদের উদ্যোগে অসহায় ২’শ পরিবার পেল খাদ্য সামগ্রী

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : করোনা ভাইরাস পরিস্থিতিতে বন্দর থানা যুব কল্যান পরিষদের উদ্যোগে ২’শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দিচ্ছে কর্মকর্তারা।

বৃহস্পতিবার ২রা এপ্রিল বিভিন্ন স্থানে কর্মহীন হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসনাত রহমান বিন্দু তত্বাবধানে ৪ কেজি চাল, আধা কেজি ডাল, ২ কেজি আলু, হাফ কেজি পিয়াজ, আধা লিটার সয়াবিন তৈল, আধা কেজি লবন, ডেটল সাবানসহ অসহায় কর্মহীনদের বাড়ী বাড়ী পৌছে দেয়া হচ্ছে। আরো ৫’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাএলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আরাফাত কবীর ফাহিম, মহানগর ছাএলীগ নেতা অনিক তালুকদার অপু, বাবু ভূইয়া, বাপ্পী, সতেজ, পিয়াস, আলভী, শামীম, সিন্ধু, সজল, নাঈম টিটু, অর্জুন, বিজয় প্রমুখ।

আরও পড়ুন...

নিখোঁজের ২১ দিনেও খোঁজ মেলেনি সুমাইয়ার ! 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শহীদনগর ডিয়ারা (ব্যাংক কলোনী) এলাকার  হাছিনা বেগমের …