নিউজ ব্যাংক ২৪. নেট : আগামী ২০ ডিসেম্বর আসন্ন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে এক সংবাদ সম্মেলন করেছেন অত্র ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে পুনরায় সভাপতি প্রার্থী আমিরুজ্জামান গণমাধ্যমকে তার বক্তব্যে জানান, দীর্ঘদিন পর কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল হতে যাচ্ছে এবং এই কাউন্সিল নিয়েই বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷ তিনি বলেন আমি এবং আমার সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম কলা গাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলরদের তালিকা উপজেলা সাধারণ সম্পাদকের কাছে প্রায় ২০/২৫ দিন আগে জমা দেই,সেখানে ১ দিন থাকার পর তা উপজেলা আওয়ামী লীগের সভাপতির কাছে যায় এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতির অফিস কক্ষ থেকে কোন এক সময় এই তালিকাটি ফাঁস হয়৷ এই ফাঁস তালিকাটি কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মোবাইলের মেসেঞ্জারে ঘুরতাছে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী তালিকা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা থাকার কথা,কিন্তু তা অনুমোদন এর আগেই ফাঁস হওয়ার কারণে নানা ধরনের অভিযোগ উঠছে।
এই বিষয়ে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, আমার কাছে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কোন কাউন্সিলর তালিকা কেউ জমা দেয়নি, আমার সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন এর কাছে তাদের এই তালিকা জমা দেওয়ার কথা এটাই আমি জানি।
উক্ত সংবাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, শ্রমিক লীগের সভাপতি আশিক মাহমুদ সহ প্রমুখ নেতাকর্মীবৃন্দ।