17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / বন্দর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বন্দর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট :  পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ রমজান বুধবার ১২ এপ্রিল বন্দর উপজেলা র সম্মেলন কক্ষে এ আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি. কে. রাসেল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান। আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের উদ্বোধক হিসেবে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা খান মাসুদ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন- সাংবাদিকরা সমাজের আয়না বা দর্পণ। তাদের আয়নার মতো স্বচ্ছ থাকা প্রয়োজন। এ পেশাকে কলঙ্কমুক্ত করতে হলে সাংবাদিকদের মান উন্নত করতে হবে। বর্তমানে সাংবাদিক পরিচয়ে কিছু ব্যক্তি অসত্য লেখনির মাধ্যমে নিজের হীন উদ্দেশ্য চরিতার্থ করার অপচেষ্টা চালাচ্ছেন। এতে করে মহান এ পেশার মর্যাদা নষ্ট হচ্ছে। তিনি কতিপয় অপসাংবাদিকদের বিষয়ে প্রকৃত সাংবাদিকদের সজাগ থাকার তাগিদ দেন।
উক্ত অনুষ্ঠানে বন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, যুবলীগ নেতা মামুন আহমেদ ইমন, যুবলীগ নেতা ডালিম হায়দার, সায়মন খান, দৈনিক ইয়াদ পত্রিকার বন্দর প্রতিনিধি এস. এম. আব্দুল্লাহ, বন্দর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ফিরোজ খান, সদস্য আজাদ, দৈনিক অগ্রবানী পত্রিকার বন্দর প্রতিনিধি ইমন শাহরিয়ার, বাংলা একাত্তুর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ অভি।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, শরীফ হাসান চিশতী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামীম ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন, অর্থ সম্পাদক মমতাজ মম, প্রচার সম্পাদক কামরুল ইসলাম রিমন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডালিম সিকদার, ধর্মীয় সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, কার্যকরি সদস্য তারিক হোসেন বাপ্পী, সদস্য আবু সুফিয়ান।

আরও পড়ুন...

ঈদের ১০ দিন পূর্বে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের দাবীতে শ্রমিক জাগরণ মঞ্চ’র বিক্ষোভ সমাবেশ

নিউজ ব্যাংক ২৪. নেট :  আসন্ন ঈদুল আজহার ১০ দিন আগে সকল শ্রমিকদের পূর্ণ মজুরি …