26 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / বন্দর ও কাঁচপুরে বাসদের জীবাণুমুক্ত করার কার্যক্রম পরিচালনা

বন্দর ও কাঁচপুরে বাসদের জীবাণুমুক্ত করার কার্যক্রম পরিচালনা

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বাসদ ফতুল্লা থানার উদ্যোগে শুক্রবার ৩রা

এপ্রিল সকাল ১০ টা বন্দরের লাঙ্গলবন্দ ও ৩ টায় সোনারগাঁর কাঁচপুরে জীবাণুমুক্ত করার কার্যক্রম পরিচালিত হয়।

বাসদ নেতা কর্মীরা এলাকার মানুষদের করোনা ভাইরাস সংক্রমন বিষয়ে এর লক্ষণ, করণীয় তুলে ধরেন এবং করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য স্বল্প খরচে স্যানিটাইজার তৈরি এবং ব্যবহার করা যায় তার প্রশিক্ষণ দেয়া হয়।

এসময়ে উপস্থিত ছিলেন বাসদ জেলা ফোরামের সদস্য ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সহ-সভাপতি আমানউল্লাহ আমান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা ফয়সল আহমেদ রাতুল, আনিসুর রহমান, মহসিন, মাহবুব প্রমুখ।

আরও পড়ুন...

না’গঞ্জে প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেন’র স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : বহুল প্রচারিত দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মোঃ তোফাজ্জল …