নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে শনিবার (১৬ আগস্ট ২০২৫) জেলা কমিটির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আর.এইচ পলাশকে আহ্বায়ক এবং মোঃ রিয়াদ হোসেনকে সদস্য সচিব করে ৩টি পদ শূন্য রেখে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যুব ফেডারেশন বন্দর থানা কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে শেখ রাফিয়ানকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন— মোঃ শাওন, শিয়াদ হোসেন, মোঃ জোবায়ের, মোঃ নয়ন ও তানজিল আহম্মেদ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি, প্রচার সম্পাদক সাকিব হাসান সানি এবং দপ্তর সম্পাদক হারুন অর রশীদ আকাশ।
বর্ধিত সভায় বক্তারা বলেন, যুব সমাজের সংগঠিত শক্তিই দেশকে দুর্নীতি, বৈষম্য ও দমননীতিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রধান হাতিয়ার। বাংলাদেশ যুব ফেডারেশন বন্দর থানা কমিটি এলাকার যুবসমাজকে ঐক্যবদ্ধ করে গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।