15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সাক্ষাৎকার / বাংলাদেশের রাজনীতি এখনো পরিবর্তন হয়নি- সেলিম প্রধান 

বাংলাদেশের রাজনীতি এখনো পরিবর্তন হয়নি- সেলিম প্রধান 

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশের রাজনীতি  এখনো পরিবর্তন হয়নি। আমি সেলিম প্রধান এখন পর্যন্ত আমার নিজের এলাকায় যেতে পারি না। আমি নিরাপদ বোধ করি না। আমার মত ব্যক্তি যদি নিরাপদ বোধ না করি তাহলে সাধারণ নাগরিক তারা কি করবে।বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) দলের প্রধান উপদেষ্টা ও  জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান  সেলিম প্রধান এ মন্তব্য করেন।

 

রবিবার ২২ জুন দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সেলিম প্রধান আরও বলেন, বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যত কোথায় যাবে। আমরা সবাই কিন্তু আজ হতাশ। আমরা অনেক ভাবতেছি আবার সেই আগের পরিবেশ আসবে। অনেক নেতৃবৃন্দ কৌশলে রাজনীতিক পদ বাগিয়ে চাঁদাবাজি করছে উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজি করার উপায় হচ্ছে একটা রাজনীতির দলে প্রবেশ করে একটা পদ বাগিয়ে নেবে। আর সেই পদ মানে ব্যবসা।

তিনি আরও বলেন, রূপগঞ্জে প্রায় সময় দুই দলের মারামারি চলে। পুরো দেশের মধ্যে রূপগঞ্জে সবচেয়ে বেশি খুন হয়েছে। কিছুদিন পর পর সেখানে গোলাগুলি-মারামারির ঘটনা ঘটে। বর্তমানে বড় দুই দলের লোকজন অর্থের জন্য মারামারি করে। টাকার ভাগাভাগি নিয়ে তারা মারামারি করে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে আমার অনুরোধ আজ অথবা কাল আপনাকে নির্বাচন দিতে হবে। সংস্কার করা অবশ্যই দরকার। তবে নির্বাচনেরও দরকার আছে।

আরও পড়ুন...

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনই একমাত্র সমাধান- পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ব্যাংক ২৪. নেট : পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ …