নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক নির্বাচন জাক জমক ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে নিট ঐক্য ফোরাম ও ইউনাইটেড নিট ইউনিটি কাউন্সিলের প্রার্থীদের মাঝে ২টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচনে নিট ঐক্য ফোরামের ব্যালট নং-১ এর প্রার্থী সাইদুর রহমান ছাড়া সকলেই জয়লাভ করে এবং ইউনাইটেড নিট ইউনিটি কাউন্সিলের ব্যালট নং-১২ এর প্রার্থী আবু তাহের শামীম ছাড়া কেউ জয় লাভ করতে পারেনি।
শনিবার ১৬ আগস্ট নারায়ণগঞ্জ ফতুল্লার বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত নিটিং ওনার্স এসোসিয়েশনের কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেন, দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. স্বপন চৌধুরী এবং সদস্য ছিলেন সোহেল আক্তার সোহান ও আবু বক্কর সিদ্দিক সাজ। আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেন, সাঈদ আহমেদ স্বপন এবং সদস্য ছিলেন আলহাজ্ব মোঃ জাকারিয়া ওয়াহিদ ও ব্যারিস্টার মোঃ মেহেদি হাসান।
তাছাড়া জয়ী প্রার্থীরা হলেন, নিট ঐক্য ফোরামের ব্যালট নং-২৬ মো. সেলিম সারোয়ার- ২৭৫ ভোট, ব্যালট নং-২ আবু বক্কর সিদ্দিক আবুল-২২৯ ভোট, ব্যালট নং-৪ মোজাহার আলী-২৪৩ ভোট, ব্যালট নং-৮ সিরাজুল ইসলাম চৌধুরী-২৫৮ ভোট, ব্যালট নং-১০ শফিকুর রহমান-২৪১ ভোট, ব্যালট নং-১৪ শামীম হুসাইন সরকার-২১২ ভোট, ব্যালট নং-১৫ জাকির হোসেন- ২৬৩ ভোট, ব্যালট নং-১৬ জাকির হোসাইন-২২৯ ভোট, ব্যালট নং-২০ দেলোয়ার হোসেন-২৫৫ ভোট, ব্যালট নং-২১ আব্দুল হাকিম-২১৭ ভোট, ব্যালট নং-২২ আরিফুল ইসলাম -২২২ ভোট, ব্যালট নং-২৪ আবু সাঈদ-২২৮ ভোট,ব্যালট নং-২৫ এনামুল হাফিজ কাজল-২২০ ভোট, ব্যালট নং-২৯ বশির আহমেদ-২৩৭ ভোট, ব্যালট নং-৩২ ইদ্রিস মিয়া-২৪৪ ভোট, ব্যালট নং-৩৩ মিশেল শেখ-২১১ ভোট, ব্যালট নং-৩৫ বাহাউদ্দীন আহমেদ-২২২ ভোট, ব্যালট নং-৩৬ শ্যামল দেবনাথ-২৩৯ ভোট, ব্যালট নং-৪০ বুলবুল আহমেদ-২২০ ভোট, ব্যালট নং-৪২ রায়হান আলী-২৬৯ ভোট এবং ইউনাইটেড নিট ইউনিটি কাউন্সিলের একজন জয়লাভ করেন, ব্যালট নং-১২ আবু তাহের শামীম-২১০ ভোট।