নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখা ও বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখা’র যৌথ আয়োজনে নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল ২০২৩ অনুষ্ঠিত হয়।
বুধবার ১২ এপ্রিল বিকালে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়াস্থ টিউলিপ রেস্টুরেন্ট এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রাজীব। বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ হান্নান।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ নিজামউদ্দিন পাটোয়ারী। বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোঃ খন্দকার ফিরোজ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা আব্দুল মান্নান, বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মোঃ সেলিম ভূইঁয়া, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আজিম, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি মেহফুজুর রহমান, বধিউজ্জামান, নজরুল ইসলাম রানা, মোঃ নাছির উদ্দিন, মোঃ সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, মোঃ কাবুল হাওলাদার, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন পাটোয়ারী, নূরে আলম রনি, দপ্তর সম্পাদক আবুল কাশেম প্রমুখ।